ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মেঘনায় ট্রলার ডুবি, একজনের লাশ উদ্ধার ॥ নিখোঁজ ৪

প্রকাশিত: ০৫:৩৪, ৯ মার্চ ২০১৫

মেঘনায় ট্রলার ডুবি, একজনের লাশ উদ্ধার ॥  নিখোঁজ ৪

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ রবিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবিতে ৪ যাত্রী নিখোঁজ রয়েছে। ডুবুরি দল মুসলিম মিয়া নামের এক জনের লাশ উদ্ধার করেছে। তার বাড়ি বাজিতপুরের হুমায়ুনপুর। ভোর সাড়ে ৬টায় আশুগঞ্জ লঞ্চঘাটে দাঁড়িয়ে থাকা ট্রলারটিতে দ্রুত ২০/২৫ যাত্রী হড়োহুড়ি করে ওঠার সময় ট্রলারটি উল্টে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা অধিকাংশ যাত্রীই তীরে উঠে আসে। এ সময় ৪ যাত্রী নিখোঁজের কথা জানান, ট্রলারের যাত্রী তবারক মিয়া। তোতা মাঝির ট্রলারটি ভোর ৬টায় কিশোরগঞ্জের ভৈরব থেকে ১০ যাত্রী নিয়ে আশুগঞ্জ লঞ্চঘাটে আসে। পরে ট্রলারটি যাত্রী নিয়ে কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে যাওয়ার কথা ছিল। ট্রলারটি উদ্ধারের জন্য ঢাকা থেকে ৫ সদস্যের একটি ডুবুরি দল রবিবার সকাল সাড়ে ৯টা থেকে উদ্ধার কাজ শুরু করে। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহসহ স্থানীয় প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করেন।
×