ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ শনিবার রাতে

প্রকাশিত: ০৪:১২, ৯ মার্চ ২০১৫

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ শনিবার রাতে

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৮ মার্চ ॥ শনিবার রাতে মাদারীপুর সদর উপজেলার চরমপন্থী অধ্যুষিত শিরখাড়া ইউনিয়নে সর্বহারা দু’পক্ষের সংর্ঘষে একজন নিহত ও ৩ জন গুলিবিদ্ধসহ ৭ জন আহত হয়েছে। নিহত হিরু শেখ (৩৪) শিরখাড়া ইউনিয়নের ঘুনসী গ্রামের বাসিন্দা। গুলিবিদ্ধ আহতরা হলেন ঘুনসী গ্রামের দাদন মাতুব্বর, শাজাহান মৃধা ও লিমন বেপারি। গুলিবিদ্ধ আহতদের প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাদারীপুরের সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান মজিবর রহমান হাওলাদার গ্রুপের সঙ্গে চরমপন্থী হাবি-মফিজ গ্রুপের মধ্যে শনিবার রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে চলে গুলিবিনিময়। এতে ৪ জন গুলিবিদ্ধ হয়। ৩ জনকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে হিরু শেখকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
×