ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লালমনিরহাটে আ’লীগ নেতাসহ ৯ জনের নামে মামলা

প্রকাশিত: ০৪:০৯, ৯ মার্চ ২০১৫

লালমনিরহাটে আ’লীগ নেতাসহ ৯ জনের নামে মামলা

স্টাফ রিপোর্টার, রংপুর ও কুড়িগ্রাম ॥ লালমনিরহাটের জনকণ্ঠের সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীনকে জবাই করে হত্যার চেষ্টা মামলায় পুলিশ রবিবার ভোরে দুই জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে লালমনিরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে। এ হত্যা চেষ্টার প্রতিবাদে এবং মামলার সকল আসামিকে গ্রেফতারের দাবিতে রবিবার স্থানীয় মিশন চত্বরে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লালমনিরহাট প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন লালমনিরহাট প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল, বিটিভি ও ইত্তেফাকের জেলা সংবাদদাতা এসএম শফিকুল ইসলাম কানু, প্রথম আলোর প্রতিনিধি আবদুর রব সুজন, সময় টিভির প্রতিনিধি মোফাখ্খারুল ইসলাম মজনু, লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একে এম মমিনুল হক ও সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীনের পিতা মোঃ আব্দুস ছালাম প্রমুখ। এদিকে শনিবার রাতে সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেনসহ নয় জনকে আসামি করে সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীন বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করেন।
×