ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মানবতার দৃষ্টান্ত ॥ পাকিস্তানী রোগীকে রক্ত দিলেন ১২ ভারতীয়

প্রকাশিত: ০৪:০১, ৯ মার্চ ২০১৫

মানবতার দৃষ্টান্ত ॥ পাকিস্তানী  রোগীকে রক্ত দিলেন  ১২ ভারতীয়

মানবতা কোন দেয়াল মানে না। ১২ ভারতীয় ছাত্র তা প্রমাণ করে দেখাল। পাকিস্তানী এক যকৃত রোগীকে রক্ত দিয়ে তার জীবন বাঁচিয়েছে তারা। পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা আমান লাল মাখিজা (৪০) চিকিৎসকদের পরামর্শে যকৃত প্রতিস্থাপনের জন্য নয়াদিল্লী আসেন। তার সঙ্গে ছিলেন যকৃত দাতা তার শ্যালক দিলশাদ আলী। মাখিজার লিভার এক পর্যায়ে অচল হয়ে যেতে থাকলে জরুরীভাবে রক্তের প্রয়োজন হয়। রক্ত চেয়ে দিলশাদের আবেদনের পর এগিয়ে আসেন ১২ ভারতীয় ছাত্র। রোগীর অস্ত্রোপচারকারী ডাঃ কে আর বাসুদেবান ও ডাঃ অভিদীপ চৌধুরী বলেছেন, সময় মতো রক্ত পাওয়ায় এ জটিল যকৃত অস্ত্রোপচারে সফল হয়েছেন তারা। ২৭ ফেব্রুয়ারি এই অস্ত্রোপচার হয়। সাধারণত, যকৃত প্রতিস্থাপনের সময় রোগীকে সম্ভাব্য খারাপ পরিস্থিতি রোধে ১০ ইউনিট রক্তের ব্যবস্থা রাখার পরামর্শ দেয়া হয়। কিন্তু এ পরিবারটি পাকিস্তান থেকে আসায় রোগীর জন্য কোন রক্ত দানকারী ছিল না। ছাত্রদের রক্তদানের এ মহৎ কাজ আমাদের সবার হৃদয়কে নাড়া দিয়েছে সত্যিই। এ কথা বলেছেন যকৃত প্রতিস্থাপনকারী শল্য চিকিৎসক বাসুদেবান। মাখিজা বলেছেন, ভারতীয় চিকিৎসক ও ছাত্রদের দেয়া হোলির সেরা উপহার হলো আমার পুনর্জন্ম। পাকিস্তানে একটি ওষুধের দোকান আছে মাখিজার। তার ভাই জওহর লাল মাখিজা বলেছেন, ভারতে তরুণ ছাত্ররাসহ সবাই আমাদের অনেক সহায়তা করেছেন। ছাত্ররা আমার ভাইয়ের খোঁজ-খবর নিয়েছে এবং হোলি অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণও জানিয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
×