ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটোরে অস্ত্র গুলিসহ সন্ত্রাসী মাসুদ রানা আটক

প্রকাশিত: ০৪:১৯, ৮ মার্চ ২০১৫

নাটোরে অস্ত্র গুলিসহ সন্ত্রাসী মাসুদ রানা আটক

সংবাদদাতা, নাটোর, ৭ মার্চ ॥ নাটোরে সাড়ে আট ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযান শেষে মাসুদ রানা নামের এক সন্ত্রাসীকে বিপুল পরিমাণ গুলি, অস্ত্রসহ আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত পুলিশের অভিযান চলে। পুলিশ জানায়, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শহরের বড়গাছা বউবাজার এলাকার মাসুদ রানাকে শুক্রবার রাতে আটক করতে তার বাড়িতে অভিযান চালায় একদল পুলিশ। এ সময় সন্ত্রাসী মাসুদ পুলিশকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ মাসুদ রানার বাড়ি চারদিক থেকে ঘিরে রাখায় পালাতে ব্যর্থ হয় সে। গ্রেফতার এড়াতে সন্ত্রাসী মাসুদ রানা পুলিশকে উদ্দেশ করে বলে, যদি তাকে গ্রেফতার করা হয় তবে সে তার স্ত্রী-সন্তানকে হত্যা করার পরে নিজে আত্মহত্যা করবে। এরপর পুরো এলাকা ঘিরে রেখে রাতের অন্ধকার কাটিয়ে ওঠার চেষ্টা করে পুলিশ। মিছিল নিয়ে বিরোধ বগুড়ার রাস্তায় দুই বিএনপি নেত্রীর চুলোচুলি স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ আন্দোলনের নামে নিজেদের মধ্যে মারামারি নিয়েও ব্যস্ত বগুড়ার বিএনপি। এমনটিই দেখা গেল শনিবার সকালে শহরের শেরপুর রোডে মফিজ পাগলার মোড়ে। বিএনপির হরতাল ও অবরোধের সমর্থনে একটি মিছিল ওই মোড়ে সমবেত হয়ে শহরের দিকে যাচ্ছিল। এমন সময় মিছিলের সামনে যাওয়ার জন্য নারী নেতাকর্মীদের মধ্যে হৈ হুল্লোর বাগ্বিত-া শুরু হয়। তাদের চেঁচামেচিতে জেলা বিএনপির নেতারা বেশ বিব্রত অবস্থার মধ্যে পড়েন। ধমক দিয়েও সামাল দেয়া যাচ্ছিল না। এমন সময় জেলা মহিলা দলের দুই নেত্রী প্রকাশ্যে রাস্তায় চুলোচুলি ও একে অপরকে কিলঘুষি লাথি মারতে থাকে। ঢাবি এ্যাকাউন্টিং এলামনাই এ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এ্যাকাউন্টিং এলামনাই এ্যাসোসিয়েশনের নবম পুনর্মিলনী গত ৬ মার্চ, শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে এ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৩ জন প্রাক্তন শিক্ষার্থীকে স্ব স্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সম্মাননা দেয়া হয়। ওই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমেদকে তাঁর কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ক্রেস্ট অর্পণ করেন। -বিজ্ঞপ্তি
×