ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফেসবুকের লাইক কমবে

প্রকাশিত: ০৪:১১, ৮ মার্চ ২০১৫

ফেসবুকের লাইক কমবে

কোন সংস্থার ফেসবুক ফ্যান পেজের লাইকের সংখ্যা আচমকা কমে যেতে পারে? এ কথা জানিয়েছে খোদ ফেসবুক কর্তৃপক্ষ? গত কয়েক সপ্তাহ ধরেই ফেসবুক কর্তৃপক্ষ বিশ্বের বিভিন্ন প্রান্তে নজরদারি চালিয়ে প্রচুর নিষ্ক্রিয় ইউজারের সন্ধান পেয়েছে? সেই নিষ্ক্রিয় ইউজারদের ফেসবুক থেকে মুছে ফেলা হবে চলতি মাসের ১২ তারিখের মধ্যে? তাই এইসব ইউজারকে ফ্যানপেজ লাইক করে থাকলে,তা মুছে যাবে? -ওয়েবসাইট সেই পাখির সন্ধান ৭৩ বছর আগে হারিয়ে যাওয়া ‘জার্ডনস বাবলার’ নামের পাখির সন্ধান মিয়ানমারের বাগোরে ইরাবতী নদীর তীরবর্তী তৃণভূমিতে পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা। গত বছরের মে মাসে তারা ওই পাখির স্বতন্ত্র স্বর রেকর্ড করেন। পাখিটি দেখতে ছোট, কিছুটা বাদামি রঙের, অনেকটা চড়ুই পাখির মতো। ১৯৪১ সালে মিয়ানমারে শেষবার পাখিটি দেখা যায়। বার্ডিং এশিয়া সাময়িকীর চলতি সংস্করণে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। - এএফপি
×