ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ব্রাজিল দলে ফের রবিনহো

প্রকাশিত: ০৫:৪২, ৭ মার্চ ২০১৫

ব্রাজিল দলে ফের  রবিনহো

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছেন তারকা ফরোয়ার্ড রবিনহো। ফ্রান্স ও চিলির বিরুদ্ধে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। ম্যাচ দু’টির জন্য সেলেসাও দলে অন্তর্ভুক্ত হয়েছেন ২০১০ বিশ্বকাপ খেলা রবিনহো। আগামী ২৬ মার্চ স্বাগতিক ফ্রান্সের বিরুদ্ধে স্টেড ডি ফ্রান্সে ও ২৯ মার্চ লন্ডনের বিখ্যাত এমিরেটস স্টেডিয়ামে চিলির বিরুদ্ধে ম্যাচ দুটি খেলবে ব্রাজিল। জেনিট সেইন্ট-পিটার্সবার্গের ফরোয়ার্ড হাল্ক ইনজুরিতে থাকায় রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও এসি মিলানের সাবেক তারকা মরিনহোকে দলে ফিরিয়েছেন দুঙ্গা। ২০১৪ সালে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাননি রবিনহো। দল গঠনে নিজ দেশে খেলা মাত্র চারজনকে রেখে ইউরোপকেন্দ্রিক খেলোয়াড়দেরই প্রাধান্য দিয়েছেন সেলেসাও কোচ। নিজ দেশে বিশ্বকাপে ব্যর্থতার পর ব্রাজিল দলের কোচ পদে লুই ফিলিপ সোলারির জায়গা নিয়েছেন ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক দুঙ্গা।
×