ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মিসবাহদের হারানোর প্রত্যয় স্টেইনের

প্রকাশিত: ০৫:৪১, ৭ মার্চ ২০১৫

মিসবাহদের হারানোর  প্রত্যয় স্টেইনের

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। বল করার সময় তাঁর বিধ্বংসী রূপ সবারই চোখে পড়ে। বর্তমানে বিশ্বসেরা পেসারও বটে। কিন্তু এ পেসার বিশ্বকাপে নিজেকে তুলে ধরতে পারছেন না। তাই বলে দলের জয় কিন্তু থেমে নেই। আজ যখন অকল্যান্ডে ‘ছোট্ট বাউন্ডারি’র মাঠ ইডেন পার্কে পাকিস্তানের বিপক্ষে লড়াই করবে দক্ষিণ আফ্রিকা, এর আগে কণ্ঠও যেন বিধ্বংসী হয়ে ওঠে স্টেইনের। সাংবাদিকদের সোজাসাপ্টা বলে দেন, ‘কথা দিলাম, পাকিস্তানকে হারাবই।’ কিন্তু কিভাবে? বোলাররা তো এ মাঠে তেমন কার্যকরী নন। ছোট্ট মাঠ, বাউন্ডারিও ছোট্ট। ব্যাটসম্যান ভালভাবে ব্যাট চালালেই বাউন্ডারি হয়ে যায়। স্টেইন যেন এ মাঠে এবার বিশ্বকাপে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের দিকেই মোড় ঘোরাতে চাইলেন। যে ম্যাচটিতে অস্ট্রেলিয়া ট্রেন বোল্টের (৫/২৭) গতির সামনে ১৫১ রানে অলআউট হয়ে গিয়েছিল। এরপর মিচেল স্টার্কের (৬/২৮) গতিতে নিউজিল্যান্ডকেও হারিয়েই দিচ্ছিল। ৯ উইকেট তুলে নিয়েছিল। শেষপর্যন্ত আর জিততে পারেনি অস্ট্রেলিয়া। ছোট্ট মাঠ, বাউন্ডারি বলে যে উইকেট নেয়া যাবে না, তা কিন্তু নয়। স্টেইন তাই বলতে দ্বিধা করেননি, ‘আমি এ বিষয় নিয়ে ভাবিইনি। মাঠ বড় না ছোট্ট তা নিয়ে ভেবে কী হবে। কন্ডিশনের ওপর ভর করে থাকলে চলবে না। গ্রেট ফাস্ট বোলাররা কখনও ফ্ল্যাট না সবুজ উইকেট তা নিয়ে ভাবে না। যে কোন পরিস্থিতিতেই ভাল করে। গ্রেট ব্যাটসম্যানদের বেলাতেও তাই ঘটে। মাঠ বড় না ছোট্ট সেটা কোন ব্যাপার হয়ে দাঁড়ায় না। স্কোর তারা করেই।’ ৩১ বছর বয়সী স্টেইন কী তাহলে নিজেকে গ্রেট বোলার ভাবতেই শুরু করে দিয়েছেন? যেখানে মরনে মরকেল ৯ উইকেট নিয়েছেন, লেগ স্পিনার ইমরান তাহিরও সমানসংখ্যক উইকেট নিয়েছেন; আবার কাইল এ্যাবোটও ২ ম্যাচেই ৬ উইকেট শিকার করেছেন, সেখানে স্টেইন চার ম্যাচ খেলে নিয়েছেন মাত্র ৫ উইকেট! দল যে এখন পর্যন্ত দুটি জয় পেয়েছে, সেটিতেও নেই বড় কোন অবদান। স্টেইন অবশ্য এতে বেশি মনোযোগ দিচ্ছেন না। নিজেকে নিয়েই ভাবছেন। এবং নিজের নৈপুণ্যে খুশিও স্টেইন। বলেছেন, ‘আমি জিম্বাবুইয়ের বিপক্ষে যখন ম্যাচ খেলেছি তখন গতিতে বল করার দিকেই মনোযোগী হয়েছি। এতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের রান করতে না দেয়ার দিকেই ভেবেছি। হয়ত উইকেট পাইনি। তবে আমি মনে করি ভাল বলই করেছি। আমার এখন পর্যন্ত হওয়া নৈপুণ্যে আমি খুশি।’ স্টেইন অবশ্য জানেন, দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পাকিস্তান ম্যাচটিতে সর্বস্ব দিয়েই জিততে চাইবে। তাই পাকিস্তান দলকে সমীহও করছেন স্টেইন। বলেছেন, ‘আমি নিশ্চিত, পাকিস্তান দল দৃঢ়প্রতিজ্ঞ থাকবে এবং জিততে চাইবে। আমি মনে করি, তারা এমন একটি অবস্থায় আছে; যেখান থেকে তাদের দুটি ম্যাচ জেতা দরকার। কাজটা সহজ হবে না। আমি আপনাকে এটা বলতে পারি। এই রকম একটি দলের বিপক্ষে যেমন প্রস্তুতি নেয়া উচিত, তেমনিভাবেই নিজেদের তৈরি করতে হবে।’
×