ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জাতীয় স্কুল হকি শুরু আজ

প্রকাশিত: ০৫:৪০, ৭ মার্চ ২০১৫

জাতীয় স্কুল হকি শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ‘শৈশব দুরন্ত, হকিতে আনন্দ’ এই সেøাগানকে সামনে রেখে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি টুর্নামেন্টের বাছাইপর্বের খেলা শুরু হয় গত ৩ ফেব্রুয়ারি থেকে। ১২০ স্কুলের মোট ২০০০ খেলোয়াড় ১১ ভেন্যুতে বিভক্ত হয়ে দেশজুড়ে এ বাছাইপর্বে অংশ নেয়। সেখান থেকে ৩২ দল চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। আজ শনিবার থেকে শুরু হচ্ছে চূড়ান্ত পর্বের খেলা। চূড়ান্ত পর্বের সব খেলাই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের নব স্থাপিত নীল টার্ফে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন আল হিকমা মুসলিম একাডেমি বনাম রফিকউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। বিকেল ৪টায় খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় বনাম কুমিল্লা হাই স্কুল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোঃ ওয়াসেক আলী। বিশেষ অতিথি থাকবেন এটিএন বাংলা লিমিটেডের উপদেষ্টা প্রশাসন কর্নেল (অব) মীর মোতাহার হাসান ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হেড অব মার্কেটিং এ্যান্ড ডেভেলপমেন্ট আযম খান। এ উপলক্ষে শুক্রবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মিলনায়তনে। এতে উপস্থিত ছিলেন জাতীয় স্কুল হকি কমিটির সম্পাদক মামুন-উর-রশিদ, স্কুল হকির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম কামাল ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের হেড অব মার্কেটিং আযম খান।সংবাদ সম্মেলনে রশিদ জানান, ‘বাছাইপর্ব থেকে ৩৩০ প্রতিভাবান খেলোয়াড় আর ৩৫ দক্ষ গোলরক্ষককে বাছাই করা হয়েছে উচ্চতর প্রশিক্ষণের জন্য। আর টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ টাকা, রানার্সআপ দল পাবে ২ লাখ টাকা ও তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ১ লাখ টাকা করে।
×