ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কার সামনে কঠিন চ্যালেঞ্জ ॥ মাহেলা

প্রকাশিত: ০৫:৪০, ৭ মার্চ ২০১৫

শ্রীলঙ্কার সামনে কঠিন চ্যালেঞ্জ ॥ মাহেলা

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরি সমস্যা আঘাত হেনেছে শ্রীলঙ্কা শিবিরে। নির্ভরযোগ্য অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ ইনজুরির কারণে দেশে ফিরে গেছেন। শুরুতেই অলরাউন্ডার জীবন মেন্ডিসও ছিটকে পড়েছিলেন। তাঁর পদাঙ্ক অনুসরণ করতে হচ্ছে এবার টপঅর্ডার ব্যাটসম্যান দিমুথ করুণারতেœকেও। করুণারতেœ নেটে অনুশীলনের সময় বৃহস্পতিবার আঘাত পান এবং এর ফলে তাঁর আঙ্গুল ভেঙ্গে গেছে। ফলে আবার বিকল্প একজনকে দলে ডাকতে হচ্ছে লঙ্কান শিবিরকে। আর এসব ইনজুরির ধাক্কা নিয়েই রবিবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি হতে হবে শ্রীলঙ্কাকে। দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে মনে করছেন ইনজুরি আক্রান্ত দল নিয়ে এসব কঠিন পরীক্ষায় অবতীর্ণ হয়ে ভাল করাটা অনেক বড় চ্যালেঞ্জ লঙ্কানদের জন্য। তবে কঠিন চ্যালেঞ্জ থেকে সহজ পন্থায় বেরিয়ে আসার প্রচেষ্টা চালাতে হবে বলে মনে করেন মাহেলা। সেজন্য বেশ কয়েক অভিজ্ঞ ক্রিকেটার দলে আছেন যাঁরা অভাবটা বুঝতে দেবেন না বলে দাবি এ অভিজ্ঞ ক্রিকেটারের। বিশ্বকাপ শুরুর পর ইনজুরির ধাক্কা। ইতোমধ্যেই স্কোয়াডে পরিবর্তন এসেছে একটি। হেরাথের পরিবর্তে দলে ডাকতে হয়েছে লেগস্পিনার সিকুগে প্রসন্নকে। শুক্রবার তাঁকে দলে নেয়ার বিষয়টি অনুমোদন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপের শুরুতেই অলরাউন্ডার জীবন মেন্ডিস হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছিটকে পড়েন এবং তাঁর বদলে ওপেনার উপুল থারাঙ্গা চলতি বিশ্বকাপে দলে এসেছেন। এখন আবার করুণারতেœর ইনজুরি। সবমিলিয়ে ইনজুরির ধাক্কায় বেশ সমস্যায় পতিত হয়েছে ১৯৯৬ সালের চ্যাম্পিয়নরা। এ বিষয়ে জয়াবর্ধনে বলেন, ‘এমন ঘটলে যে কোন দলের জন্য সবসময়ই সবকিছু বেশ কঠিন হয়ে পড়ে। মূল বিশ্বকাপ স্কোয়াড থেকে এ নিয়ে তিনজনকে হারালাম আমরা। কিন্তু আমাদের বেশ কয়েক অভিজ্ঞ ক্রিকেটার আছেন যাঁরা সব সমস্যাকে ভালভাবে সামাল দিতে সক্ষম। শ্রীলঙ্কার স্কোয়াডে থাকা অভিজ্ঞ ক্রিকেটারদের অনেকেরই বেশ কয়েকবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের পরিবেশে খেলার অভ্যাস আছে। এর মধ্যে জয়াবর্ধনে সবচেয়ে অভিজ্ঞতায় পরিপূর্ণ। তিনি ক্যারিয়ারের পঞ্চম ও শেষ বিশ্বকাপ খেলছেন এবার। ১৯৯৯ সাল থেকেই তিনি দলের নিয়মিত সদস্য হিসেবে বিভিন্ন সময়ে অস্ট্রেলিয়া সফর করে আসছেন। সে সময় তিনি দলের সাবেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান অরবিন্দ ডি সিলভার পরিবর্তিত খেলোয়াড় হিসেবে প্রথম যোগ দিয়েছিলেন লঙ্কান দলে। ৩৭ বছর বয়সী জয়াবর্ধনে এখন পর্যন্ত ওয়ানডেতে ১৯ শতক হাঁকিয়েছেন। আর ১৯৯৯ সালে নাটকীয়ভাবে দলে ঢোকার পরই তিনি প্রথম শতক হাঁকিয়েছিলেন এ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে। ওই ত্রিদেশীয় সিরিজে জয়াবর্ধনে নিজেকে প্রমাণ করেছিলেন যোগ্যতম ক্রিকেটার হিসেবে।
×