ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ভেট্টরির ‘৩০০’ উইকেটের হাতছানি

প্রকাশিত: ০৫:৪০, ৭ মার্চ ২০১৫

ভেট্টরির ‘৩০০’ উইকেটের হাতছানি

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ‘৩০০’ উইকেটের হাতছানি ড্যানিয়েল ভেট্টরির সামনে। বাঁহাতি এ তারকা স্পিনার মাইলফলক সামনে রেখে রবিবার নেপিয়ারে বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবেন। বর্তমানে ২৯০ ওয়ানডেতে ২৯৮ উইকেট ভা-ারে ভেট্টরির। ৩৬ বছর বয়সী সাবেক কিউই অধিনায়কের ৩০০ উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করতে লাগবে আর মাত্র ২ উইকেট। আফগানদের বিরুদ্ধেই কাক্সিক্ষত মাইলফলকে ভেট্টরি পৌঁছাবেন বলে মনে করছেন তার অগণিত ভক্ত-সমর্থকরা। ওয়ানডে ক্রিকেট এখন পর্যন্ত ১১ জন ক্রিকেটার তিন শ’ উইকেটের গৌরবময় ক্লাবে নাম লিখিয়েছেন। কিন্তু এর মধ্যে একজনও নেই নিউজিল্যান্ডের। সেই বন্ধ্যত্ব এবার ঘোচানোর অপেক্ষায় তারকা অলরাউন্ডার ভেট্টরি। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট দখলের কৃতিত্ব শ্রীলঙ্কার সাবেক তারকা অফস্পিনার মুত্তিয়া মুরলিধরনের। লঙ্কান মহানায়কের নামের পাশে উইকেটসংখ্যা ৫৩৪টি। দ্বিতীয় স্থানে থাকা সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আকরামের ভা-ারে জমা ৫০২ উইকেট। ওয়ানডে ইতিহাসে শুধু এ দু’জনেরই আছে ৫০০ শতাধিক উইকেট দখলের কৃতিত্ব। টেস্ট ক্রিকেটে অবশ্য অনেক আগে তিন শ’র ক্লাবে নাম লিখিয়েছেন ভেট্টরি। বর্তমানে ১১৩ টেস্টে তাঁর উইকেটসংখ্যা ৩৬২টি। পাঁচদিনের ক্রিকেটে ভেট্টরির রান ৪৫৩১। ক্রিকেট ইতিহাসের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে চার হাজার রান ও চার শতাধিক উইকেটেরও হাতছানি ভেট্টরির সামনে। গৌরবময় এই ক্লাবের একমাত্র সদস্য ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। ওয়ানডেতে তিন শ’ উইকেটের সামনে থেকেও দল নিয়ে ভাবছেন ভেট্টরি। শুক্রবার সাক্ষাতকারে তিনি বলেন, রেকর্ড নিয়ে কখনই তেমন ভাবিনি। তবে টেস্ট ক্রিকেটে ভাবনাটি ছিল। ওয়ানডেতে এমন ছিল না। আমি এখন বিশ্বকাপ নিয়েই ভাবছি। তবে এটা ঠিক ৩০০ উইকেট পেলে সেটা হবে দারুণ এক অর্জন। বিশ্বকাপে নিউজিল্যান্ডকে বলা হয় ‘সেমিফাইনালের দেশ’। এর আগের দশটি বিশ্বকাপের মধ্যে পাঁচবার শেষচারে পাড়ি জমিয়েও ফাইনাল মঞ্চে পা রাখা সম্ভব হয়নি কিউইদের। এ কারণে বিশ্বকাপ ক্রিকেটে বর্ণিল আসরে নিউজিল্যান্ড কখনই টপ ফেবারিটের কাতারে স্থান পায়নি। উপমহাদেশে গত দশম বিশ্বকাপেও একই অবস্থা ছিল। টানা ব্যর্থতার কারণে সেবার তাদের ‘ডাকহর্স’ হিসেবেই মনে করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু মূলযজ্ঞে এসে ঠিকই বাজিমাত করেছিল ড্যানিয়েল ভেট্টরির দল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে খেলেছিল সেমিফাইনালে। অবশ্য শেষ চারে শ্রীলঙ্কার কাছে হেরে আবারও স্বপ্নভঙ্গ হয়েছিল। তবে এবার শুরু থেকেই দুরন্ত, দুর্বার, অপ্রতিরোধ্য নিউজিল্যান্ড। অনেকই মনে করছেন এবার হয়ত প্রথমবারের মতো ফাইনালে খেলবে কিউইরা। এমনকি অধরা শিরোপাও জিততে পারে ব্রেন্ডন ম্যাককালামের দল। ভেট্টরি জানিয়েছেন, তাঁরা খেলছেন সে লক্ষ্যেই।
×