ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটক প্রযোজনায় ইসমত আরা লেমন

প্রকাশিত: ০৫:২০, ৭ মার্চ ২০১৫

নাটক প্রযোজনায় ইসমত আরা  লেমন

স্টাফ রিপোর্টার ॥ ‘মজা মারে ফজা ভাই’ ধারাবাহিক নাটকে দেশ বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে শোবিজের স্বপ্নীল ভুবনে পথচলা শুরু করেন ইসমত আরা লেমন। এরপর কয়েকটি নাটকে অভিনয়ের পাশাপাশি টেলিটক ও কোকোলা নুডুলসসহ কয়েকটি পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেলিং করেছেন। পড়াশোনাসহ নানা ব্যস্ততায় মাঝের কিছুটা সময় এ অঙ্গন থেকে খানিকটা দূরে ছিলেন তিনি। সম্প্রতি আবারও স্বপ্নের পথে হাঁটা শুরু করেছেন। তবে ক্যারিয়ারের এ পর্যায়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন ইসমত আরা লেমন। এরই ধারাবাহিকতায় নিজের প্রযোজনা সংস্থা লাইম লাইট এন্টারটেইনমেন্ট থেকে সম্প্রতি নির্মাণ করলেন ভিন্নধারার গল্পের নাটক ‘আগুনের আর্তনাদ’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জি এম সৈকত। এছাড়া আরও একাধিক নাটক ও টেলিফিল্ম প্রযোজনা করতে যাচ্ছেন তিনি। অভিনয় থেকে প্রযোজনায় আসা প্রসঙ্গে লেমন বলেন, শিল্পসম্মত ভাল কিছু কাজ দর্শকদের উপহার দেয়ার জন্যই প্রযোজনায় এসেছি। প্রযোজনায় না আসলে আমার ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারতাম না। এখন তো সবকিছুকেই বাণিজ্যিকভাবে দেখা হচ্ছে। মাত্রাতিরিক্ত বাণিজ্যিকতা ও একগুঁয়েমি গল্পের কারণে নাটকের ক্ষেত্রটিতে কোন বৈচিত্র্য আসছে না। সমাজকে ভাল কিছু উপহার দেয়ার লক্ষ্যে এই অঙ্গনে প্রযোজনা শুরু করেছি। লেমন আরও বলেন, নাটক হচ্ছে সমাজের দর্পণ। আর মানসম্পন্ন ভাল নাটক প্রযোজনার মধ্য দিয়ে নিজের সামাজিক দায়িত্ব পালন করতে চাই। সমাজের নানা অসঙ্গতি ও সমসাময়িক বিষয়কে গুরুত্ব দিয়েই লাইমলাইট এন্টারটেইনমেন্ট নাটক নির্মাণ করবে। সামাজিক অবক্ষয় ও অসঙ্গতিকে প্রাধান্য দিয়ে যারা নাটক নির্মাণ করতে আগ্রহী আমরা সেই নির্মাতাদেরকেই অগ্রাধিকার দেব। সিনিয়র ও জুনিয়র নয় বরং আমরা সব সময় কোয়ালিটি ও ভাল স্ক্রিপ্টকে প্রাধান্য দেব।
×