ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ০৫:০৯, ৭ মার্চ ২০১৫

সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল  পাম্পে নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এতে স্বস্থিতে আছেন ব্যবসায়ীরা। সিলেট নগরীসহ পুরো বিভাগের ১১৪টি পেট্রোল পাম্প ও ৫৩টি সিএনজি ফিলিং স্টেশনে পাহারা বসানো হয়েছে। এগুলোর নিরাপত্তায় ৫ শতাধিক পুলিশ সদস্য কাজ করছে বলে জানা গেছে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ-হরতাল চলাকালে সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে দুর্বৃত্তদের একের পর এক পেট্রোল বোমা ও ককটেল হামলার পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এমন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। পুলিশ কর্মকর্তারা বলছেন, প্রতিটি সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পের নিরাপত্তায় তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন করার পাশাপাশি নাশকতাকারী বোমা ও ককটেলবাজদের ধরতে চলমান পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। দুর্বৃত্তরা সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পগুলোকে টার্গেট করে এ পর্যন্ত সিলেট নগরীসহ প্রায় ১০টি সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে পেট্রোলবোমা হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। দুর্বৃত্তদের এসব হামলায় কেউ হতাহত না হলেও ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পগুলোর ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা ছাড়িয়েছে।
×