ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে আজ শুরু হচ্ছে বার্থী তারা মায়ের পূজা ও মেলা

প্রকাশিত: ০৫:০৭, ৭ মার্চ ২০১৫

বরিশালে আজ শুরু হচ্ছে বার্থী তারা  মায়ের পূজা ও মেলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অশান্ত বিশ্বে আজ পারস্পারিক হানাহানি। এ অন্ধকার দূর করতে, জীবনের দুঃখ মোচন ও শান্তি অর্জন এবং জগতের মঙ্গলার্থে প্রতিবছরের ন্যায় এ বছরও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে প্রায় সাড়ে তিন শ’ বছরের পুরনো দেশের একমাত্র ঐতিহ্যবাহী ও গোটা দক্ষিণাঞ্চলের মধ্যে দৃষ্টিনন্দন বার্থী শ্রীশ্রী তারা মায়ের মন্দিরে বাৎসরিক পূজা ও গ্রামীণ মেলা শুরু হচ্ছে আজ শনিবার। বরিশাল-ঢাকা মহাসড়কের পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার বার্থী বাসস্ট্যান্ডে অবস্থিত ঐতিহ্যবাহী বার্থী তারা মায়ের মন্দিরের বাৎসরিক পূজা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছরও ভারতসহ দেশের বিভিন্ন স্থানের লাখো ভক্তের সমাগম ঘটবে বলে জানিয়েছেন মন্দির কমিটির নেতৃবৃন্দ। শনিবার দুপুর একটায় পূজা আরম্ভ ও চ-ীপাঠ, দুপুর তিনটায় বলিদান, সন্ধ্যা ছয়টায় মায়ের সামনে আরতি ও ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, রাত এগারোটায় বিশ্বশান্তি কল্পে প্রার্থনা, রাত বারোটায় শিবাভোগ ও রাত তিনটায় প্রসাদ বিতরণ করা হবে।
×