ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে আটক শ্রমিক নেতার মুক্তি দাবিতে আল্টিমেটাম

প্রকাশিত: ০৫:০৭, ৭ মার্চ ২০১৫

চাঁপাইয়ে আটক  শ্রমিক নেতার  মুক্তি দাবিতে আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও স্থানীয় জামায়াত নেতা সাইদুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। ৭২ ঘণ্টার মধ্যে তাকে মুক্তি না দিলে আগামী ৯মার্চ সোমবার হতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে শ্রমিক নেতারা। শুক্রবার সকাল সাড়ে ১১টায় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল খালেক। সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, স্থানীয় প্রশাসনের আমন্ত্রণে বৃহস্পতিবার সকালে দ্বারিয়াপুর ট্রাক টার্মিনালে অনুষ্ঠিত অগ্নি নির্বাপণ মহড়ায় যান জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি সাইদুর রহমানসহ অন্যরা। কিন্তু ওই অনুষ্ঠান থেকে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং পরে ককটেল ও পেট্রোলবোমাসহ গ্রেফতার দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করে। সংবাদ সম্মেলনে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি পুস্প নারায়ণ বর্মণ, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জেলা পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এহিয়া বিশ্বাসসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোর্তুজা জানান, বৃহস্পতিবার ককটেল ও পেট্রোলবোমাসহ পুলিশের ওপর হামলা, ট্রাক ভাংচুরসহ একাধিক মামলার আসামি জামায়াত নেতা সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
×