ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজিয়াটা প্রেসিডেন্টের জিএসএমএ চেয়ারম্যানস এ্যাওয়ার্ড লাভ

প্রকাশিত: ০৫:০২, ৭ মার্চ ২০১৫

আজিয়াটা প্রেসিডেন্টের জিএসএমএ চেয়ারম্যানস এ্যাওয়ার্ড লাভ

বিশ্বে টেলিযোগাযোগ শিল্পের অগ্রগতি ও প্রবৃদ্ধি বৃদ্ধিতে অবদানের জন্য ২০১৫ সালের জিএসএমএ চেয়ারম্যান’স এ্যাওয়ার্ড অর্জন করেছেন মালয়েশিয়ার অন্যতম শীর্ষ টেলিযোগাযোগ গ্রুপ আজিয়াটা বারহাদের প্রেসিডেন্ট ও গ্রুপ সিইও দাতো’ জামালউদ্দিন ইব্রাহিম। আজিয়াটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের মূল কোম্পানি। স্পেনে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ১৯৯৬ সাল থেকে প্রতিবছর এ পুরস্কারটি প্রদান করা হয়। ২০১৫ সালের পুরস্কার বুধবার স্পেনের বার্সেলোনায় হস্তান্তর করা হয়। দাতো জামালউদ্দিনকে পুরস্কার দেয়ার সময় জিএসএমএ’র চেয়ারম্যান ফ্রেডরিক বাকসাস বলেন, “চেয়ারম্যান’ এ্যাওয়ার্ড অর্জন করায় জিএসএমএ’র পক্ষ থেকে জামালকে অভিনন্দন। এ্যাওয়ার্ডটি জামালের অসাধারণ নেতৃত্ব, প্রতিশ্রুতি রক্ষা এবং এশিয়াজুড়ে মোবাইল যোগাযোগকে এগিয়ে নেয়া, বিশেষ করে ওই অঞ্চলে মোবাইল ব্রডব্যান্ডের প্রসারে আজিয়াটার ভূমিকারই স্বীকৃতি। এছাড়া অন্যান্য অনেক কোম্পানির মতো জিএসএম’র বিভিন্ন কর্মসূচী যেমনÑ মোবাইলের জন্য পরিবেশবান্ধব বিদ্যুত, নারীর অংশগ্রহণ, এম-হেলথ ও মোবাইল কানেক্টে আজিয়াটার প্রতিনিয়ত সহযোগিতার স্বীকৃতিও এই এ্যাওয়ার্ড। জিএসএমএ বোর্ডে জামালের অবস্থান ও সংস্থাটির ডেপুটি চেয়ারের ভূমিকাটিও বিবেচনায় আনা হয়েছে।’ দাতো’ জামালউদ্দিন বলেন, মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি পেয়ে আমি গর্বিত। আজিয়াটা ডিজিটাল বিশ্বে সবসময় প্রতিকূল পরিস্থিতি জয় করে, পরিবর্তনের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে এবং অগ্রগতি ধরে রাখতে ব্যবসায়িক মডেলের উন্নয়নের দিকে নজর দিয়ে এগিয়ে যাচ্ছে। ‘এশিয়াকে এগিয়ে নাও’ পদক্ষেপের মাধ্যমে আমরা যেসব দেশে কার্যক্রম পরিচালনা করি সে সব দেশের উন্নয়নের অংশীদার হয়ে এবং সেখানকার মানুষের জীবনযাত্রায় বৈচিত্র্য এনে আমরা দায়িত্বশীল কর্পোরেট সিটিজেনের ভূমিকা পালন করছি।’
×