ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দোলযাত্রা

প্রকাশিত: ০৮:০৫, ৬ মার্চ ২০১৫

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দোলযাত্রা

স্টাফ রিপোর্টার ॥ ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোলযাত্রা। উৎসব উপলক্ষে দেশজুড়ে রঙের খেলায় মেতেছিলেন সনাতন ধর্মালম্বীরা। উৎসবটি শ্রীকৃষ্ণের দোলযাত্রা নামে অধিক পরিচিত। দোলযাত্রা উপলক্ষে হিন্দু সম্প্রদায় সারাদেশে পুজো, হোমযজ্ঞ ও প্রসাদ বিতরণের আয়োজন করে। রাজধানীতে মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে দোলউৎসব ও কীর্তন হয়েছে সকাল নয়টা থেকে। উৎসব ঘিরে সারাদিনই মুখর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। শিক্ষার্থীদের একে অপরকে আবির মাখিয়ে আনন্দে মেতে উঠতে দেখা গেছে। রাজধানীতে দোলযাত্রা নির্বিঘেœ সম্পন্ন হওয়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জেএল ভৌমিক ও সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
×