ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিজে নিজেই পরিষ্কার...

প্রকাশিত: ০৫:৫৬, ৬ মার্চ ২০১৫

নিজে নিজেই পরিষ্কার...

রোদে অথবা বারান্দার তারে ঝুলিয়ে রাখলেই জিন্স, সোয়েটার কিংবা মোজাগুলো নিজে নিজে পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত হয়ে যাবে! এই পদ্ধতি আবিষ্কার করেছেন চীনের একদল বিজ্ঞানী। তারা নতুন এক ধরনের সুতি কাপড় তৈরি করেছেন, যাকে সূর্যালোকে রাখলে নিজেই যে কোন ব্যাকটেরিয়া এবং দাগ পরিষ্কার করতে সক্ষম। তাদের এই ‘ফেব্রিক’-এ ব্যবহার করা হয়েছে টাইটেনিয়াম ডাই-অক্সাইডের ‘কোটিং’। এই টাইটেনিয়াম ডাই-অক্সাইড যখন আলোর সংস্পর্শে আসে, তখন ময়লাগুলোকে ভেঙ্গে ফেলে এবং জীবাণু মেরে ফেলে। -ওয়েবসাইট
×