ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রকাশিত: ০৫:৪৪, ৬ মার্চ ২০১৫

প্রকাশিত সংবাদের  প্রতিবাদ ও  প্রতিবেদকের বক্তব্য

জগন্নাথে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া পাল্টাধাওয়া শিরোনামে গত ৪ তারিখে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয় তার প্রতিবাদ জানিয়েছে ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন-উর-রশীদ, সাংগঠনিক সম্পাদক তানভীর রহমান খান ও সাংগঠনিক সম্পাদক জহির রায়হান আগুন। প্রতিবাদে বলা হয়, প্রতিবেদনে ছাত্রলীগ নামধারী শতাধিক বহিরাগত, জহির রায়হান আগুন বহিষ্কৃত এবং বাংলাদেশ জিন্দাবাদ নামে সেøাগানের বিষয়ে যে বক্তব্য রয়েছে তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিবেদকের বক্তব্য প্রতিবেদনে যা লেখা হয়েছে তা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এফ এম শরীফুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর ও প্রত্যাক্ষদর্শীদের ভাষ্যমতে প্রকাশ করা হয়েছে। এতে প্রতিবেদকের নিজস্ব কোন বক্তব্য নেই।
×