ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ছিটকে পড়লেন করুণারত্নে

প্রকাশিত: ০৫:৩৮, ৬ মার্চ ২০১৫

ছিটকে পড়লেন করুণারত্নে

স্পোর্টস রিপোর্টার ॥ একাদশতম বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান দিমুথ করুনারতেœ। বৃহস্পতিবার সিডনিতে অনুশীলনের সময় বাঁ-হাতের আঙ্গুলে গুরুতর আঘাত পান তিনি। এর ফলে বিশ্বকাপ শেষ হয়ে যায় বাঁ-হাতি এই ব্যাটসম্যানের। দিমুথ করুনারতেœর ইনজুরির বিষয়টি নিশ্চিত করেন শ্রীলঙ্কান ক্রিকেটের প্রধান নির্বাচক সনাথ জয়সুরিয়া বলেন, ‘অনুশীলনে ফিল্ডিং করার সময় আঙ্গুলে ব্যথা পায় দিমুথ। আর এক্সরে করার পর দেখা যায়, তার আঙ্গুলে চিড় ধরেছে। পরিক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তাররা জানিয়েছেন, দিমুথের সুস্থ হতে চার সপ্তাহের মতো লাগবে। সুতরাং আমরা তাকে দেশে পাঠিয়ে দেব। তার পরিবর্তে লেগ স্পিনার সেক্কুগে প্রসন্নাকে দলে নেয়ার ব্যাপারে আইসিসির টেকনিক্যাল কমিটির কাছে অনুরোধ জানাব।’ দিমুথ করুনারতেœর ইনজুরির ফলে লঙ্কান দলে চতুর্থ বারের মতো ক্রিকেটার বদল করা হচ্ছে। এর আগে ইনজুরিতে পড়ে রঙ্গনা হেরাথ, ধামিকা প্রসাদ ও জীভান মেন্ডিসের বিশ্বকাপ শেষ হয়ে যায়। একাদশতম বিশ্বকাপে ‘এ’ গ্রুপের দল শ্রীলঙ্কা। ইতোমধ্যেই চার ম্যাচ খেলেছে তারা। যার তিনটিজেই জয়ের দেখা পেয়েছে এ্যাঞ্জেলো ম্যাথুজের দল। চার ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে এ গ্রুপের দ্বিতীয় স্থানে অবস্থান করছে শ্রীলঙ্কা। তাদের ওপরে আছে কেবল স্বাগতিক নিউজিল্যান্ড। ৪ ম্যাচের সবটিতেই জয় পেয়েছে ব্ল্যাক ক্যাপসরা।
×