ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অভিজিৎদের খুন করা যায় চিন্তা খুন করা যায় না

প্রকাশিত: ০৫:২৭, ৬ মার্চ ২০১৫

অভিজিৎদের খুন করা যায় চিন্তা খুন করা যায় না

প্রশ্ন হচ্ছে, ইন্টারনেটে কাউকে মৃত্যুর হুমকি দেয়া বা জঙ্গীবাদ প্রচার করা বন্ধের উপায় আছে কিনা বা যারা এ ধরনের হুমকি দেয় বা প্রচার করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার অবস্থা আছে কিনা! বর্তমান হরতাল-অবরোধের ফাঁদে ফেলে বিএনপি-জামায়াত কর্মীরা যে মানুষ হত্যা করছে সে ব্যাপারে নীতিনির্ধারকরা সব সময় বলছেন কঠোর ব্যবস্থা নেয়া হবে। আইনমন্ত্রী এও বলেছিলেন, সন্ত্রাস দমন আইনে তাদের বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে। এখনও হয়নি। চার স্তরের নিরাপত্তায় অভিজিৎ খুন হলেন, পুলিশ নির্বিকার। নাকি তদন্ত হবে! পুরো বিষয়টি বিশ্লেষণ করলে যে চিত্রটি ফুটে ওঠে, তাহলো- সরকার জঙ্গী মৌলবাদ বা বোমাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগ্রহী, গ্রেফতার করা হচ্ছে। [বিস্তারিত চতুরঙ্গ পাতায়, পৃষ্ঠা-৫]
×