ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জমি নিয়ে বিরোধ

গাইবান্ধা, ফরিদপুরে সংঘর্ষে বৃদ্ধ ও কৃষক নিহত

প্রকাশিত: ০৪:২৮, ৬ মার্চ ২০১৫

গাইবান্ধা, ফরিদপুরে  সংঘর্ষে বৃদ্ধ ও  কৃষক নিহত

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ০৫ মার্চ ॥ পলাশবাড়িতে বৃহস্পতিবার সকালে জমি নিয়ে বিবাদের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আজিজার রহমান নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে স্ত্রী বুলবুলি বেগমসহ ৩ জন আহত হয়। পলাশবাড়ি থানার ওসি মজিবর রহমান জানান, পলাশবাড়ি উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকিরপাড়া গ্রামে দীর্ঘদিন যাবত নিহত আজিজার রহমানের সঙ্গে ৩ শতক জমি নিয়ে প্রতিবেশী আনোয়ারুল ইসলামের সঙ্গে বিবাদ চলে আসছিলো। ঘটনার দিন বিবাদমান জমিতে নেমে সে দখল নিতে যায়। এ সময় আজিজার রহমান বাধা দিতে গেলে আনোয়ারুল ও তার লোকজন তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর থেকে জানান, ফরিদপুরের সালথায় বৃহস্পতিবার সকালে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জবেদ আলী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউশখালী গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জবেদ আলী বাউশখালী গ্রামের মৃত কোহেল উদ্দীনের ছেলে।
×