ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাশা ডেনিমসে হতাশ বিনিয়োগকারীরা

প্রকাশিত: ০৪:০৫, ৬ মার্চ ২০১৫

শাশা ডেনিমসে হতাশ  বিনিয়োগকারীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বস্ত্র খাতের নতুন কোম্পানি শাশা ডেনিমসের প্রথম দিনের লেনদেনে হতাশ বিনিয়োগকারীরা। কারণ গত ১৪ ডিসেম্বর থেকে কোম্পানিটির আইপিও আবেদন শুরুর পর বিনিয়োগ করেছেন বিনিয়োগকারীরা। আইপিওতে প্রতিটি শেয়ারের ক্রয়মূল্য ছিল ৩৫ টাকা। অর্থাৎ ৭ হাজার টাকায় বিনিয়োগকারীরা শেয়ারটি কিনেছেন। অথচ লেনদেনের প্রথম দিনে শেয়ারটির দর বেড়েছে মাত্র ১ টাকা ৯০ পয়সা বা ৫ দশমিক ৪৩ শতাংশ। ফলে যে মুনাফার আশায় বিনিয়োগকারীরা শেয়ারটি ক্রয় করেছিলেন, তা স্বপ্নই থেকে গেছে। সার্বিকভাবে প্রতি ২শ’ শেয়ারে বিনিয়োগকারীরা ৭ হাজার ৪শ’ টাকা পাচ্ছেন। এর মধ্যে শেয়ার বিক্রির কমিশন বাবদই ব্রোকারেজ হাউসকে দিতে হবে ১শ’ টাকা করে। বাকি টাকায় কোনভাবেই লাভের মুখ দেখতে পারবেন না বিনিয়োগকারীরা। নতুন কোম্পানির প্রত্যাশা অনুযায়ী দর না বাড়ার পেছনে তৃতীয় প্রান্তিকের ইপিএসকে দায়ী করছেন বিশ্লেষকরা। তাঁদের মতে, সর্বশেষ প্রান্তিকে শাশা ডেনিমসের শেয়ারপ্রতি আয় বা ইপিএস করেছে মাত্র ৯৮ পয়সা। এত কম ইপিএসে বিনিয়োগকারীরা সাহস পাচ্ছেন না নতুন কোম্পানিতে বিনিয়োগ করতে। আর এই ইপিএস কোম্পানির আগের বছরের তুলনায় কম। ডিএসইর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শাশা ডেনিমসের লেনদেন শুরু হয় ৪৮ টাকা দরে। তবে দিন শেষে শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন শেয়ারটি সর্বোচ্চ ৫০ টাকা দরে লেনদেন হয়। কোম্পানির ৯১ লাখ ৭৬ হাজার ৬৩৫টি শেয়ার ৪৪ হাজার ৯০ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ছিল ৩৫ কোটি ৮৬ লাখ টাকায়। লেনদেন শেষে শাশা ডেনিমসের সার্বিক মূল্য আয় অনুপাত বা পিই রেশিও দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৪। কোম্পানিটির অনুমোদিত মূলধন রয়েছে ২২৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন রয়েছে ৯৮ কোটি টাকা। উল্লেখ্য, কোম্পানি ৫ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৭৫ কোটি টাকা সংগ্রহ করেছে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা প্রিমিয়ামসহ কোম্পানির প্রতিটি শেয়ারের বরাদ্দমূল্য হচ্ছে ৩৫ টাকা।
×