ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্রামবাসীর উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় গণডাকাতি দুই যুবতী অপহরণ

প্রকাশিত: ০৮:৩০, ৫ মার্চ ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় গণডাকাতি দুই যুবতী অপহরণ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ বুধবার রাত সাড়ে ৭টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর সড়কের ধর্মতীর্থ হাওর এলাকায় গণডাকাতি হয়েছে। ডাকাতরা এ সড়কে চলাচলকারী অন্তত ৭ সিএনজি চালিত অটোরিক্সা থামিয়ে যাত্রীদের মালামাল লুট করে নেয়। স্থানীয় সূত্র জানায়, ডাকাতরা ২ যুবতীকে মারধর করে সড়ক থেকে অন্তত ৩ কিলোমিটার দূরে হাওর অঞ্চল নিয়ে যায়। তবে পুলিশ এসব ঘটনার অস্বীকার করে জানিয়েছে, একটি সিএনজি চালকের কাছ থেকে দুর্বৃত্তরা সামান্য কিছু টাকা পয়সা নিয়ে যায়। যুবতী অপহরণের কোন ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে এ সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীবাহী ৭ সিএনজি থামিয়ে ১২/১৫ জনের মুখোশ পরিহিত ডাকাতদল যাত্রীদের কাছ থেকে মালামাল লুট করে। এক পর্যায়ে সরাইলগামী একটি সিএনজিতে হামলা চালায়। সিএনজি যাত্রীদের পাসপোর্ট, মোবাইল ও নগদ টাকা পয়সা লুটে নেয়। এ সময় সিএনজিতে থাকা দুই যুবতীকে ধরে নিয়ে যায়। তাদের বাড়ি নাসিরনগর উপজেলার গোকর্ন গ্রামের। স্থানীয় সূত্র জানায়, সিএনজি চালক যুবতীদের ধরে নিয়ে যাওয়ার পর দৌড়ে পার্শ্ববর্তী ইটাখলায় গিয়ে মোবাইলে গোকর্ন গ্রামে খবর দেয়। খবর পেয়ে গোকর্ন গ্রামের শত শত মানুষ দা, লাঠি, বল্লম নিয়ে ধর্মতীর্থ হাওর এলাকায় তাদের খুঁজতে থাকে। হাওরের প্রায় ৩ কিলোমিটার ভেতর থেকে তাদের দীর্ঘক্ষণ পর উদ্ধার করা হয়।
×