ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এইচ এস সি পরীক্ষার পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪০, ৫ মার্চ ২০১৫

এইচ এস সি পরীক্ষার পড়াশোনা

১. সংসদের অনুমতি ছাড়া সাংসদগণ কতদিনের বেশি সংসদে অনুপস্থিত থাকতে পারেন না? ক) ৩০ দিন খ) ৪০ দিন গ) ৬০ দিন ঘ) ৯০ দিন ২. নবম জাতীয় সংসদে নির্বাচনে জাতীয় পার্টি আসন লাভ করে- ক) ২৭টি খ) ২৯টি গ) ৩৩টি ঘ) ৩৭টি ৩. বিভাগীয় কমিশনার কাদের বদলি করেন? ক) বিভাগীয় সহকারী কমিশনারদের খ) কমিশনারদের গ) জেলা প্রশাসকদের ঘ) অতিরিক্ত জেলা প্রশাসক ৪. কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ-এর হিসাবমতে, বাজারে যেসব খাদ্য বিক্রি হচ্ছে তার কত শতাংশ ভেজাল? ক) ৪০% খ) ৪৫% গ) ৫০% ঘ) ৫৫% ৫. ′বঙ্গভঙ্গ সমর্থন′ স্যার সলিমুল্লাহর কোন ধরনের উল্লেখযোগ্য অবদান ছিল? ক) আন্তজার্তিক খ) অর্থনৈতিক গ) রাজনৈতিক ঘ) সামাজিক ৬. ′এ সংবিধান বাঙালি জাতির স্বাধীন সত্তার অভিব্যক্তি′- বাংলাদেশের সংবিধান সম্পর্কে এ উক্তিটি কে করেছিলেন? ক) সুরঞ্জিত সেন গুপ্ত খ) শেখ মুজিবুর রহমান গ) ড. কামাল হোসেন ঘ) সৈয়দ নজরুল ইসলাম ৭. সামরিক শাসকদের জারিকৃত আইনসমূহকে বৈধতা দেওয়ায় পদক্ষেপ নেওয়া হয়- র. চতুর্থ সংশোধনীতে রর.পঞ্চম সংশোধনীতে ররর. সপ্তম সংশোধনীতে নিচের কোনটি সর্ঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ৮. আগরতলা মামলা দায়ের করার প্রধান উদ্দেশ্য কী ছিল? ক) ছয় দফা দাবি নস্যাৎ করা খ) অথনৈতিক বৈষম্য দূর করা গ) সামরিক-বেসামরিক আমলাদের ক্ষমতা বৃদ্ধি ঘ) বাঙালি জাতীয়তাবাদকে সুসংহত করা ৯. ঐতিহাসিক লাহোর প্রস্তাবের উত্থাপক কে? ক) মোহাম্মদ আলী জিন্নাহ খ) লিয়াকত আলী খান গ) শেরে বাংলা এ.কে. ফজলুল হক ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী ১০. খাগড়াছড়ি জেলা স্থানীয় সরকার পরিষদে সর্বমোট সদস্য কতজন? ক) ২১ জন খ) ২৭ জন গ) ৩১ জন ঘ) ৩৩ জন ১১. বাংলাদেশ সর্ব দক্ষিনের উপজেলা- ক) থানছি খ) টেকনাফ গ) হিমছড়ি ঘ) শিবগঞ্জ ১২. চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মূলনীতির কোনটিকে তিরোহিত করা হয়? ক) গণতন্ত্র খ) সমাজতন্ত্র গ) জাতীয়তাবাদ ঘ) ধর্মনিরপেক্ষতা ১৩. ১৯৭১ সালে কয় মাসের যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়? ক) ৯ মাস খ) ৭ মাস গ) ৬ মাস ঘ) ৩ মাস ১৪. কোন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়? ক) ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ) চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৫. বাংলাদেশ দুটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়- ক) ১৯৯১ সালে খ) ১৯৯৬ সালে গ) ২০০১ সালে ঘ) ২০০৮ সালে ১৬. কবে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়? ক) ২১ ফেব্রুয়ারি খ) ২৬ মার্চ গ) ১৭ এপ্রিল ঘ) ১৬ ডিসেম্বর ১৭. প্রধান নির্বাচন কমিশনারকে সংক্ষেপে কী বলা হয়? ক) সিইসি খ) ইসি গ) প্রণিক ঘ) স্পিকার ১৮. সর্মকমিশনের রিপোর্ট পেশ করা হয় কার নিকট? ক) রাষ্ট্রপতির নিকট খ) প্রধানমন্ত্রীর নিকট গ) প্রধান বিচারপতির নিকট ঘ) স্পিকারের নিকট ১৯. কত সালের পাকিস্তানের ১৯৫৬ সালের সংবিধান বাতিল করা হয়? ক) ১৯৫৮ সালে খ) ১৯৬০ সালে গ) ১৯৬২ সালে ঘ) ১৯৬৪ সালে ২০. উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান কীভাবে নির্বাচিত হন? ক) সরাসরি ভোটে খ) মনোনয়নের মাধ্যমে গ) দলীয়ভাবে ঘ) শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ২১. ′ষড়যন্ত্রের রাজনীতি আমি বিশ্বাস করি না′-উক্তিটি কার? ক) সোহরাওয়ার্দীর খ) শেখ মুজিবুর রহমান গ) চিত্তরঞ্জন দাসের ঘ) শেরে বাংলা এ.কে. ফজলুল হকের ২২. সিপাহী বিদ্রাহকে আখ্যায়িত করা যায়- ক) অসহযোগ আন্দোলন হিসেবে খ) মহাবিদ্রোহ হিসেবে গ) স্বাধীনতা যুদ্ধ হিসেবে ঘ) সন্ত্রাসী বিদ্রোহ হিসেবে ২৩. ১৯৫৬ সালের প্রবর্তিত পাকিস্তানের সংবিধানে কতটি ধারা ছিল? ক) ২৩০টি খ) ২৩৪টি গ) ২৩৬টি ঘ) ২৪০টি ২৪. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? ক) ১৯০৬ সালে খ) ১৯১১ সালে গ) ১৯২১ সালে ঘ) ১৯৩৫ সালে ২৫. বাংলাদেশ সংবিধান কতটি ভাগে বিভক্ত? ক) ১১টি খ) ১২টি গ) ১৩টি ঘ) ১৪টি ২৬. যুক্তফ্রন্টের কোন কর্মসূচিকে পূর্ব বাংলার জনগণ ব্যাপক সমর্থন দেয়? ক) ২১ দফা খ) ১৭ দফা গ) ১১ দফা ঘ) ৬ দফা ২৭. সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগকে অছি এখতিয়ার ক্ষমতা দেওয়া হয়েছে? ক) ১০২ নং অনুচ্ছেদে খ) ১০৪ নং অনুচ্ছেদে গ) ১০৭ নং অনুচ্ছেদে ঘ) ১০৯ নং অনুচ্ছেদে ২৮. নারী প্রতিবন্ধীদের জন্য কী ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে? ক) একই সাথে খ) সহজ গ) কঠিন ঘ) পৃথক ২৯. ১৯১৯ সালের ভারত শাসন আইনের ভারতের শাসনসংক্রান্ত বিষয়সমূহকে কয় ভাগে ভাগ করা যায়? ক) ২ ভাগে খ) ৩ ভাগে গ) ৪ ভাগে ঘ) ৩ ভাগে ৩০. ′আইলা′ সংঘটিত হয়- ক) ২০০১ সালে খ) ২০০৭ সালে গ) ২০০৯ সালে ঘ) ২০১০ সালে ৩১. কাদের সুনির্দিষ্ট পদক্ষেপের ফলে নাগরিক সমাজ কর্তব্যপরায়ণ হয়ে ওঠে? ক) কেন্দ্রীয় সরকার খ) স্থানীয় সরকার গ) প্রাদেশিক সরকার ঘ) জাতীয় সরকার ৩২. যে সকল সংগঠন বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানার তন্মধ্যে- র. জাতীয়তাবাদী দল রর. গণতান্ত্রিক যুবলীগ ররর. তমুদ্দুন মজলিস নিচের কোনটি সর্ঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ৩৩. ৫ম সংশোধনীতে কত সাল পর্যন্ত জারিকৃত ফরমানসমূহের বৈধতা দেওয়া হয়? ক) ১৯৭৫-১৯৭৯ সাল খ) ১৬ এপ্রিল, ১৯৭৯ সাল গ) ৬ মার্চ, ১৯৯৭ সালে ঘ) ৬ জানুয়ারি, ১৯৭৯ সালে
×