ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দেশবন্ধু পলিমারের রাইট আবেদন নাকচ

প্রকাশিত: ০৬:২৫, ৫ মার্চ ২০১৫

দেশবন্ধু পলিমারের রাইট আবেদন নাকচ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশবন্ধু পলিমার লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর আবেদন নাকচ করে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইট ইস্যু) রুলস-২০০৬ এর ৩(ই) ধারা পরিপালনে ব্যর্থ হওয়ায় রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব নাকচ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং উৎপাদিত পণ্যের বহুমুখীকরণে মূলধন বৃদ্ধির লক্ষ্যে গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় ১:১ হারে রাইট শেয়ার ইস্যুর ঘোষণা দেয়া হয়েছিল। এ ক্যাটাগরিতে শাহজিবাজার পাওয়ার অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড (এসপিসিএল) ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। এই কোম্পানি সমাপ্ত অর্থবছরে ৩০ শতাংশ লভ্যাংশ দিয়ে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে। কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। উল্লেখ্য, কোম্পানিটি গত রবিবার নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
×