ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহারাষ্ট্রে গরুর মাংস নিষিদ্ধ ॥ খুশি নয় বলিউড

প্রকাশিত: ০৬:২২, ৫ মার্চ ২০১৫

মহারাষ্ট্রে গরুর মাংস নিষিদ্ধ ॥ খুশি নয় বলিউড

ভারতের মহারাষ্ট্র রাজ্যে গরুর মাংস নিষিদ্ধ করার সরকারী সিদ্ধান্তে খুব একটা খুশি নয় মুম্বাইয়ের বিনোদন জগত। এই সিদ্ধান্তকে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবেই দেখছেন অনেক বলিউড তারকা। কেউ গরুর মাংস বিক্রি করা কিংবা খাওয়ার সময় ধরা পড়লে ১০ হাজার রুপী জরিমানা ও পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে সরকারী নিয়ম জারি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে আলোচনার ঝড় উঠেছে। মাইক্রোব্লগিং সাইট টুইটারে অনেকেই নিজের ক্ষুব্ধ মত ব্যক্ত করেছেন। রাভিনা ট্যান্ডন লিখেছেন, ‘গরুর মাংস ইস্যুতে আমার একমাত্র মত হলো, এটা চাপিয়ে দেয়া উচিত নয়, এটা ঐচ্ছিক হওয়া উচিত...খাবো না খাবো না, এটা একটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার।’ আয়ুশ্মান খুরানা ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘গরুর মাংস বাদ! দুর্বৃত্ত’ বীর দাস বলেন, ‘প্রিয় সরকার, গরুর মাংসের সঙ্গে দাঁতও নিষিদ্ধ করুন। খবর ওয়েবসাইটের। এইচআইভির আদি উৎস ... এইচআইভি ভাইরাসের আদি উৎস হলো ক্যামেরুনের গরিলা ও শিম্পাঞ্জি। ক্যামেরুনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গরিলা এইচআইভি ভাইরাসের ‘ও, পি এবং শিম্পাঞ্জি এম, এন’ এর আদি বাহক বলে দাবি করেছেন ফ্রান্সের রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। এইচআইভি এমের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি, আর দুর্লভ হলো পি ভাইরাস। গরিলা ও শিম্পাঞ্জির ডিএনএ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এ তথ্য পেয়েছেন। এর ফলে বিজ্ঞানীরা এইচআইভি ভাইরাসের সবগুলো প্রজাতিরই উৎস চিহ্নিত করতে সক্ষম হয়েছেন। - বিবিসি আসবাবপত্রই যখন চার্জার! ঘরের আসবাবপত্র দিয়ে চার্জিং স্টেশন আর তার ছাড়াই চার্জ করে নেয়া যাবে মোবাইল ডিভাইস! কয়েকটি নিজস্ব মডেলের আসবাবপত্রে তার ছাড়াই বিদ্যুত সরবরাহের ‘কিউআই প্রযুক্তি’ যোগ করবে আইকিয়া। ওই আসবাবের ওপর কোন মোবাইল ডিভাইস রাখলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে। হোটেল, রেস্টুরেন্ট এয়ারপোর্টের মতো ‘পাবলিক প্লেসে’ ডিভাইস চার্জ করতে কিউআই প্রযুক্তি ব্যবহারের চল আছে। স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি এস৬সহ বাজারের বেশ কিছু স্মার্টফোন কিউআই চার্জিং সাপোর্ট করে। বর্তমান মডেলের আসবাবপত্রে এ সুবিধা যোগ করতে ওয়্যারলেস চার্জিং কিট সরবরাহের পরিকল্পনা করেছে আইকিয়া। কিটগুলো ৩৪ ডলারে বিক্রি হবে। সাধারণ আসবাবপত্রের চেয়ে বিল্ট-ইন ওয়্যারলেস চার্জিং প্রযুক্তিযুক্ত আসবাবপত্রের দাম ২২ ডলারের বেশি হবে। -ওয়াল স্ট্রিট জার্নাল
×