ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

হোলি-উৎসবে জয় চান ড্যারেন সামি

প্রকাশিত: ০৬:০৮, ৫ মার্চ ২০১৫

হোলি-উৎসবে জয় চান ড্যারেন সামি

জিএম. মোস্তফা ॥ এবারের আসরের শুরু থেকেই দুর্দান্ত খেলছে ভারত। প্রথম তিন ম্যাচের সবটিতেই জিতে ‘বি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা। শুক্রবার বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। এদিনই আবার হোলি উৎসব। ২০১১ বিশ্বকাপে এই হোলি উৎসবের দিনই মুখোমুখি হয়েছিল ভারত-ওয়েস্ট ইন্ডিজ। সেবার সামিদের বিপক্ষে সহজ জয় পেয়েছিল ভারত। চার বছর পর আবার সেই হোলির দিনই ২২ গজের লড়াইয়ে নামবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। গত বিশ্বকাপে হারলেও এবার টিম ইন্ডিয়াকে হারিয়ে ভারতীয়দের হোলি উৎসবের রং ফিকে করে দিতে চান ক্যারিবীয়দের সাবেক অধিনায়ক ড্যারেন সামি। এ বিষয়ে তিনি বলেন, ‘ভারতীয় দল হোলি উৎসব করুক। তবে আমরা চাই জয় উদ্যাপন করতে।’ ভারতের বিরাট কোহলি, শিখর ধাওয়ান এবং রোহিত শর্মারা দুর্দান্ত ফর্মে। কিন্তু তাঁদের শুরুতেই আউট করার নাকি ছক কষে ফেলেছেন ক্যারিবীয় বোলাররা। এ বিষয়ে সামি জানান, ‘বর্তমানে প্রযুক্তির সৌজন্যে যে কোন ম্যাচের ভিডিও যে কোন সময় পাওযা যায়। কোহলি-ধাওয়ানদের ব্যাটিংয়ে ভিডিও ফুটেজ দেখে ওদের আটকানোর কৌশল বানিয়েছি আমরা। এখন শুধু সেই পরিকল্পনাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।’ এবারের বিশ্বকাপের শুরুটা একেবারেই নিষ্প্রভ ছিল ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে গিয়েছিল তারা। এরপর দক্ষিণ আফ্রিকার কাছেও পরাজয় দেখে সামি-স্যামুয়েলসরা। তবে দলের ক্রিকেটারদের শরীরী ভাষায় বিশ্বকাপে নিষ্প্রভতার কোন ছাপ নেই। বেশ খোশ মেজাজে নাচ-গান করে সময় কাটাচ্ছেন ক্রিস গেইলরা। তবে বিশ্বকাপের শেষ আটে যেতে হলে ধোনিদের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ তাদের। সেটা সামি নিজেও উপলব্ধি করতে পেরেছেন। তাই সতীর্থদের শতভাগ ঢেলে দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একাদশতম বিশ্বকাপের ‘বি’ গ্রুপের শীর্ষ দল ভারত। আর চলমান বিশ্বকাপে ভারতীয় দলের সাফল্যের পেছনে মূল কারণই হলো তাদের অলরাউন্ড শক্তিÑ এমনটাই বিশ্বাস করেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েড। গ্রুপ পর্বে নিজেদের প্রথম তিন ম্যাচেই ভারত বড় ব্যবধানে হারিয়েছে প্রতিপক্ষকে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাতের পর এবার তাদের সামনে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির প্রধান লয়েড মনে করেন মহেন্দ্র সিং ধোনির দল সব বিভাগেই নিজেদের প্রমাণ করেছে। যে কারণে তাদের সাফল্যের ধারাকে প্রতিহত করা কঠিন। এ বিষয়ে ক্লাইভ লয়েড বলেন, ‘এবারের ভারত বেশ পরিপূর্ণ দল। তাদের পেস বোলিং আক্রমণ বেশ ভাল। এছাড়া দলে রবিচন্দ্রন আশ্বিনের মতো স্পিনার রয়েছে। সব মিলিয়ে দলে দারুণ বৈচিত্র্যতা রয়েছে। আমি মনে করি ভারতীয় দলটিতে অলরাউন্ড কম্বিনেশন বেশ ভাল। ভারতীয় মিডল অর্ডারও বেশ শক্তিশালী। বিরাট কোহলি দারুণ ফর্মে আছেন। ধোনি যে কোন সময় যে কোন কিছু করতে পারে। একটি চ্যাম্পিয়ন দলের যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তার সবই ভারতের মধ্যে আছে। আমি নিশ্চিত টুর্নামেন্টের শেষ পর্যন্তই টিকে থাকবে তারা। শুধু একাদশতম বিশ্বকাপেই নয়, বরং গত দুই বছর ধরেই নিজেকে মেলে ধরছেন বিরাট কোহলি। সেই সঙ্গে এখন শিখর ধাওয়ান উঠে এসেছে। আমি মনে করি এই দল নিয়ে ভারতের অবশ্যই ভাল করা উচিত। তারা তিনটি ম্যাচের প্রতিটিতেই জয়ী হয়েছে। ম্যাচগুলোতে তাদের ব্যাটিং কিংবা বোলিংয়ে কোন খুঁত ধরা পড়েনি। ভারত সবসময়ই শক্তিশালী দল ছিল এবং সেই ধারা তারা বজায় রেখেছে। একটি দল যখন নিজেদের একটি মান তৈরি করে ফেলে তখন প্রত্যেকেরই প্রত্যাশা থাকে সেটা ধরে রাখার। ভারত ভাল দল কিন্তু আশা করছি শুক্রবার তারা ততটা ভাল খেলবে না।’ পার্থের বাউন্সি উইকেট ভারতীয় দলের জন্য অসুবিধার কারণ হবে কিনা এমন প্রশ্নের জবাবে ক্লাইভ লয়েড বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন জানা নেই বলে। ১৯৭৫ এবং ১৯৭৯ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কের দায়িত্ব পালন করা লয়েড বলেন, ‘এটা মূলত নির্ভর করে ঐদিনের ক্রিকেটের ওপর। যে দলে ভাল ব্যাটসম্যান আছে তাদের পক্ষে সবই সম্ভব। বিশেষ করে পেসারদের বিপক্ষেও তারা ভাল খেলছে। ওয়ানডে ক্রিকেটের বৈশিষ্ট্যই হলো নির্দিষ্ট দিনটিতে যে দল ভাল করবে তারাই জিতবে।’
×