ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুষ্টিয়ায় লালন স্মরণোৎসব শুরু

প্রকাশিত: ০৫:৪৮, ৫ মার্চ ২০১৫

কুষ্টিয়ায় লালন স্মরণোৎসব শুরু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৪ মার্চ ॥ ‘এই মানুষ আছে রে মন, যারে বলে মানুষ রতন’ লালনের অমর এ বাণী বুকে ধারণ করে ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় বুধবার রাত থেকে কুষ্টিয়ায় শুরু হয়েছে মরমী সাধক বাউলসম্রাট লালন শাহের বার্ষিক ‘দোল পূর্ণিমা উৎসব’ বা স্মরণোৎসব-’১৫। সাধুসঙ্গ নিয়ম অনুযায়ী এদিন সন্ধ্যায় ‘রাখল সেবা’র মধ্য দিয়ে শুরু হয়ে বাউলদের দেড় দিনের এ অনুষ্ঠান শেষ হবে বৃহস্পতিবার দুপুরে ‘পূর্ণ সেবা’র মধ্য দিয়ে। তবে লালন একডেমি অনুষ্ঠানটি পালন করবে পাঁচদিন। এ উপলক্ষে লালনের আখড়াবাড়ি ও সাধন-ভজনের তীর্থস্থান কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া পরিণত হয়েছে লালন ভক্ত, অনুসারী, দর্শক-শ্রোতা ও বাউল-বাউলানীর মিলনমেলায়। আগমন ঘটেছে দেশ-বিদেশ থেকে বাউল অনুসারী ও সুধীজনসহ অসংখ্য মানুষের। কুষ্টিয়া লালন একাডেমির আয়োজনে ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় পাঁচদিনব্যাপী এ লালন স্মরণোৎসব চলবে ৮ মার্চ পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে এসব আয়োজনে থাকছে সাধক পুরুষ লালনের জীবন ও দর্শন নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা, লালন সঙ্গীতানুষ্ঠান ও লালন গ্রামীণমেলা। প্রথমদিন বুধবার রাতে পাঁচ দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। লালন একাডেমির সভাপতি জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান, বিজিবি যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোঃ শহীদুল ইসলাম, কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন লালন একাডেমির সাধারণ সম্পাদক (ভার) সেলিম হক। পাঁচদিনব্যাপী এ আয়োজনকে ঘিরে অনুষ্ঠানস্থলে নেয়া হয়েছে কড়া পুলিশী ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্য।
×