ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে ৭২ ভাগ কোম্পানির দরপতন

প্রকাশিত: ০৭:১৩, ৪ মার্চ ২০১৫

পুঁজিবাজারে ৭২ ভাগ কোম্পানির দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে টানা তৃতীয় দিনের মতো সূচকের পতন অব্যাহত রয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মোট ৭২ ভাগ কোম্পানির দরপতনের দিনে সেখানকার সব ধরনের সূচকই কমেছে। শুধু তাই নয়, শেয়ার বিক্রির আদেশ থাকলেও ক্রেতার অভাবে সার্বিক লেনদেন ডিএসইতে কমেছে প্রায় ২৬ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, মঙ্গলবার ডিএসইতে ২২১ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৭৭ কোটি ৩ লাখ টাকা কম লেনদেন। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ২৯৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরুর পরে দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৯৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৪৮ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো - শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, এমজেএল বিডি, আইডিএলসি, স্কয়ার ফার্মা এবং এসিআই। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : শাহজিবাজার পাওয়ার, ন্যাশনাল টিউবস, সোনালি আঁশ, সিনো বাংলা, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, ডিবিএইচ ১ম মিউচ্যুয়াল ফান্ড, ইবিএলএনআরবি ১ম মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি ইপিএম ১ম মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম আইসিবি ১ম মিউচ্যুয়াল ফান্ড ও তাকাফুল ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কা বাংলা ফাইন্যান্স, মডার্ন ডায়িং, প্রগ্রেসিভ লাইফ, লিব্রা ইনফিউশন, সোনারগাঁও টেক্সটাইল, এমবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম টেক্সটাইল, রূপালী ব্যাংক, স্ট্যান্ডার্ড সিরামিক ও সায়হাম কটন। মঙ্গলবার ঢাকার মতো দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সব ধরনের সূচকের সঙ্গে লেনদেন কমেছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। আগের দিন সেখানে মোট ২৬ কোটি টাকার লেনদেন হয়েছিল। সকালে বেশিরভাগ কোম্পানির দর কমার কারণে সূচকের নেতিবাচক প্রবণতা শুরু হয়। দিনশেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৩৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, জিপিএইচ ইস্পাত, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, ইউসিবিএল, সিঙ্গার বিডি, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, শাহজিবাজার পাওয়ার, হিডেলবার্গ সিমেন্ট ও মবিল যমুনা বিডি।
×