ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবারও শীর্ষ ধনী বিল গেটস

প্রকাশিত: ০৬:৪১, ৪ মার্চ ২০১৫

আবারও শীর্ষ  ধনী বিল  গেটস

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস আবারও বিশ্বের শীর্ষ ধনী নির্বাচিত হয়েছেন। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনের করা তালিকা অনুযায়ী ২১ বারের মধ্যে ১৬তম বারের মতো শীর্ষ ধনী হলেন তিনি। মেক্সিকোর ব্যবসায়ী কার্লোস সিøম হেলুকে টপকে এ স্থান দখল করেন গেটস। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সিøম। খবর বিবিসির। ফোর্বসের তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বে এক হাজার ৮২৬ জন বিলিয়নিয়ার রয়েছেন। এর মধ্যে মাত্র ১২ মাসেই এক শ’ ৮১ জন বিলিয়নিয়ারে পরিণত হয়েছেন। ফোর্বসের মতে, গেটসের মোট সম্পদের পরিমাণ ৭৯ দশমিক ২ বিলিয়ন ডলার। এ বছরের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তার সম্পদ বেড়েছে তিন বিলিয়ন ডলার। টেলিকম জায়ান্ট কার্লোসের সম্পদ ৭৭ দশমিক ১ বিলিয়ন ডলার। মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট স্প্যানিশ ফ্যাশন চেন জারার স্বত্বাধিকারী আমাসিও ওর্তেগাকে পেছনে ফেলে তৃতীয় স্থান দখল করেছেন। বাফেটের মোট সম্পদ ৭২ দশমিক ৭ বিলিয়ন ডলার। চতুর্থ স্থানে থাকা ওর্তেগার সম্পদ ৬৪ দশমিক ৫ বিলিয়ন ডলার। শীর্ষ ১০ ধনীর তালিকায় আরও রয়েছেন সফটওয়্যার কোম্পানি ওরাকলের ল্যারি এলিসন ৫৪ দশমিক ৩, শিল্পপতি চার্লস কোচ ৪২ দশমিক ৯, ডেভিড কোচ ৪২ দশমিক ৯, কিস্টি ওয়ালটন ৪১ দশমিক ৭, জিম ওয়ালটন ৪০ দশমিক ৬ ও দশম স্থানে রয়েছেন লিলিয়ান বেনকোর্ট ৪০ দশমিক ১ বিলিয়ন ডলার।
×