ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুবলীগ নেতা হত্যা

সিলেটে আওয়ামী লীগের ৩ নেতা কারাগারে

প্রকাশিত: ০৬:১৯, ৪ মার্চ ২০১৫

সিলেটে আওয়ামী লীগের ৩ নেতা কারাগারে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের কোম্পানীগঞ্জে যুবলীগ নেতা ও ব্যবসায়ী আবদুল আলী হত্যা মামলায় মঙ্গলবার দুপুরে জেলা দায়রা জজ খন্দকার কামালউজ্জামান আওয়ামী লীগের তিন নেতাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। জামিন নামঞ্জুর হওয়া আওয়ামী লীগ নেতারা হলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এ্যাডভোকেট মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এ্যাডভোকেট আজমল হোসেন ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান। ব্যবসায়ী আবদুল আলী হত্যা মামলায় উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন উল্লেখিত আসামিরা। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার তারা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। সংঘর্ষে আহত ১ জনের মৃত্যু সিলেটের গোয়াইনঘাটে গোচারণে ভূমির দখল নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়। মঙ্গলবার বেলা ১টার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মনির উদ্দিন (৪৫) গোয়াইনঘাট উপজেলার গোর্ফসি দাড়িখাই গ্রামের বাসিন্দা।
×