ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পদ্মায় নাব্য সঙ্কট ॥ ফেরি চলছে ঝুঁকি নিয়ে

প্রকাশিত: ০৬:১৮, ৪ মার্চ ২০১৫

পদ্মায় নাব্য সঙ্কট ॥ ফেরি চলছে ঝুঁকি নিয়ে

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে নাব্যতা সঙ্কট চরম আকার ধারণ করেছে। পদ্মার পানি এখন এ নৌরুটে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এতে ফেরি চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। বিআইডব্লিউটিসির মাওয়ার সহকারী মহাব্যবস্থাপক এসএম আশিকুজ্জামান জানান, পদ্মার পানি এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। ফলে রো রো ফেরিসহ বড় বড় ফেরিগুলো পদ্মার তলদেশ ঘেষে চলছে। এতে ফেরির প্রপেলারসহ ইঞ্জিনের মারাত্মক ক্ষতি হচ্ছে। শিমুলিয়া ও কাওড়াকান্দি ঘাট এলাকাসহ কাঁঠালবাড়ি হতে কাওড়াকান্দি ঘাট পর্যন্ত প্রায় ৫ কি.কি. এলাকাজুড়ে এ নাব্য সঙ্কট দেখা দেয়ায় ফেরি চলছে ঝুঁকি নিয়ে। কোন কোন ক্ষেত্রে ধারণ সংখ্যার কম সংখ্যক যানবাহন নিয়ে ফেরিগুলো ছেড়ে যাচ্ছে।
×