ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বরিশালে জমা টাকা ফেরত চেয়ে মাল্টিপারপাস গ্রাহকদের বিক্ষোভ

প্রকাশিত: ০৬:১৬, ৪ মার্চ ২০১৫

বরিশালে জমা টাকা ফেরত চেয়ে মাল্টিপারপাস গ্রাহকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জমা দেয়া টাকা ফেরত চেয়ে মঙ্গলবার দুপুরে নগরীর বিএম কলেজ সংলগ্ন বিকাশ মাল্টিপারপার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শতাধিক গ্রাহকরা। বিক্ষুব্ধরা আধাঘণ্টাব্যাপী বিএম কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। জানা গেছে, অধিক মুনাফা দেয়ার আশ্বাস দিয়ে সঞ্চয় জমা নেয়া ও ঋণ দেয়ার নাম করে বিকাশ মাল্টিপারপার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের সংস্থাটি ২০০৫ সাল থেকে তাদের কার্যক্রম শুরু করে। বিএম কলেজের সাবেক ভিপি আনোয়ার হোসেন এ সংস্থার সভাপতি। গত দুই বছর ধরে গ্রাহকদের জমানো সঞ্চয়ের টাকা দেয়া বন্ধ করে দেয় সংস্থাটি। গ্রাহক মোঃ রানা তালুকদার জানান, তিনি দুই লাখ টাকা, বিশ্বজিৎ ঘোষ পাঁচ লাখ টাকা এমনি করে ৬শ’ গ্রাহকের কোটি টাকার ওপরে জমা রয়েছে। গত কয়েকদিন ধরে তারা টাকা চাইতে গেলে সংস্থার সভাপতি আনোয়ার হোসেন নানা তালবাহানা শুরু করে গ্রাহকদের নাশকতা মামলায় জড়ানোর হুমকি প্রদর্শন করেন। উপায়ান্তুর না পেয়ে শতাধিক গ্রাহকরা মঙ্গলবার দুপুরে একত্রিত হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ ব্যাপারে সংস্থার সভাপতি ভিপি আনোয়ার হোসেন বলেন, বিকাশ মাল্টিপারপার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের তিনি শুরু থেকেই সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি নিজে দুই দফায় ১৪ লাখ টাকা ইনভেস্ট করেছেন। তবে তিনি চার বছর ধরে অসুস্থ থাকার সুবাদে দেখভাল করতে পারেননি। এর ফলে সুপারভাইজার এবং তিনজন মাঠ কর্মকর্তা কিছুটা অনিয়ম করেছে। তবে তারা যে টাকা মাঠপর্যায়ের গ্রাহকদের দিয়েছেন সেই টাকা ফেরত আসছে না বলে সংকটের সৃষ্টি হয়েছে। মাঠের টাকা উঠে আসলেই গ্রাহকদের টাকা ফিরিয়ে দেয়া হবে।
×