ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্রামীণফোনের সহায়তায় এনএসইউতে ক্যারিয়ার বুট ক্যাম্প

প্রকাশিত: ০৬:১২, ৪ মার্চ ২০১৫

গ্রামীণফোনের সহায়তায় এনএসইউতে ক্যারিয়ার বুট ক্যাম্প

গ্রামীণফোনের সহযোগিতায় নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যারিয়ার এ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিসেস (সিপিডিএস) এর উদ্যোগে সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ‘ক্যারিয়ার বুট ক্যাম্প।’ দিনব্যাপী এই কর্মশালায় কার্যকরী সিভি লেখার বিভিন্ন পদ্ধতি, ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন টিকাসহ কর্মজীবন সম্পর্কিত বেশ কয়েকটি সেশন পরিচালনা করা হয়। গ্রামীণফোনের মানবসম্পদ এবং অন্যান্য কর্মকর্তাগণ এসব সেশন পরিচালনা করেন। এনএসইউ এর বিভিন্ন বিভাগের ২০০ শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করেন এবং চাকরির সুযোগ পান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এনএসইউ ট্রাস্ট এর চেয়ারম্যান ও ফাউন্ডার লাইফ মেম্বার বেনজীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী মোহম্মদ শাহেদ। -বিজ্ঞপ্তি
×