ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে হরতালের মধ্যেও আদালত চলবে

প্রকাশিত: ০৫:৫৩, ৪ মার্চ ২০১৫

চট্টগ্রামে হরতালের মধ্যেও আদালত চলবে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্তে অবশেষে দীর্ঘ ২৬ বছর পর হরতালের মধ্যে আদালতের কার্যক্রম সচল হয়েছে। যে কোন দলের দেয়া হরতালের মধ্যে এখন থেকে বেলা ২টা থেকে আইনজীবীরা মামলার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। মঙ্গলবার সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। ১৯৮৯ সালে এরশাদ সরকারের আমলে জেলা আইনজীবী সমিতির গ্রহণ করা সিদ্ধান্ত মেনে আসছিলেন আইনজীবীরা। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বৈঠকে উপস্থিত ছিলেন সমিতির বর্তমান নেতৃবৃন্দের সঙ্গে প্রাক্তন নেতারা। আলোচনার পর অবশেষে হরতালেও আদালতের কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়। তবে এদিন আদালত পাড়ায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীদের মধ্যে পাল্টাপাল্টি মিছিল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মুজিবুল হক (আওয়ামী লীগ সমর্থক) ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এনামুল হক (বিএনপি সমর্থক) জানান, বৈঠকে হরতালের দিন বেলা ২টা থেকে আদালতের কার্যক্রমে অংশগ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
×