ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাজারে ম্যাক্সিমাসের তিন স্মার্টফোন

প্রকাশিত: ০৪:২১, ৪ মার্চ ২০১৫

বাজারে ম্যাক্সিমাসের তিন স্মার্টফোন

স্টাফ রিপোর্টার ॥ শীর্ষস্থানীয় মোবাইল ফোন কোম্পানি ম্যাক্সিমাস বাজারে নিয়ে এলো উন্নত আইএক্স ডিজাইনের তিনটি নতুন স্মার্টফোন। সোমবার ঢাকার একটি অভিজাত হোটেলে আইএক্স কেইন, আইএক্স ইউএফও এবং আইএক্স হেক্সা নামের নতুন তিনটি ফোন উন্মোচন করা হয়। ফোনগুলো উন্মোচনকালে ম্যক্সিমাস মোবাইলের অপারেশন ডিরেক্টর মেজবাহ উদ্দিন বলেন, বাংলাদেশের গ্রাহকরা এমন ডিভাইস চান, যা ক্রয়সাধ্য এবং একই সঙ্গে ডিজাইস ও উদ্ভাবনের দিক দিয়ে শীর্ষস্থানীয়। আমরা আইএক্স ডিজাইনার সিরিজের আইএক্স কেইন, আইএক্স ইউএফও এবং আইএক্স হেক্সা ফোনগুলো স্থানীয় গ্রাহকদের জন্য নিয়ে আসতে পেরে খুবই আনন্দিত। ডিবাইসগুলোর রয়েছে সর্বশেষ অপারেটিং সিস্টেম এবং ব্যবহারকারীর জন্য অসংখ্য এ্যাপ্লিকেশন। ফোনগুলো বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে আকর্ষণ করবে। গজারিয়ায় বেসরকারী অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা ২১৬ একর জায়গার উপর অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেড। মুন্সীগঞ্জের গজারিয়াতে অবস্থিত এই অর্থনৈতিক অঞ্চলটি ৩০০ একর পর্যন্ত বিস্তৃত করার সুযোগ থাকবে এবং এর মাটি ভরাটের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে এই জমির মালিকানা প্রতিষ্ঠান। আব্দুল মোনেম অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ সম্পন্ন হবার মাধ্যমে আনুমানিক ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) নির্মাতা প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের নিকট প্রাক-যোগ্যতা লাইসেন্স হস্তান্তর করেন। ইতোপূর্বে বেজা’র বোর্ড অব গবর্নর্স বিগত ১৮ ফেব্রুয়ারি আব্দুল মোনেম লিমিটেডকে যোগ্যতাসম্পন্ন অর্থনৈতিক অঞ্চল নির্মাতা হিসেবে অনুমোদনের সিদ্ধান্ত গ্রহণ করে। -বিজ্ঞপ্তি
×