ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১০, ৫০ ও ১০০ টাকার হিসাবে সর্বোচ্চ মুনাফা প্রদানের নির্দেশ

প্রকাশিত: ০৪:২০, ৪ মার্চ ২০১৫

১০, ৫০ ও ১০০ টাকার হিসাবে সর্বোচ্চ মুনাফা প্রদানের নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ১০, ৫০ ও ১০০ টাকায় খোলা হিসাবসমূহে ব্যাংকের বিদ্যমান বিভিন্ন ধরনের সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে ব্যাংক নির্ধারিত সর্বোচ্চ মুনাফা প্রদান করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জারিকৃত এক সার্কুলারে কার্যরত সকল তফসিলী ব্যাংককে প্রধান নির্বাহীদের এ নির্দেশ দেয়া হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকসমূহে প্রচলিত কৃষকদের, স্কুল ব্যাংকিং ও কর্মজীবী পথশিশু-কিশোরদের ব্যাংকিং হিসাবসহ সব ধরনের ১০, ৫০ ও ১০০ টাকায় খোলা সঞ্চয়ী হিসাবের বিপরীতে সর্বোচ্চ মুনাফা/সুদহার প্রযোজ্য করার জন্য নির্দেশনা প্রদান করা যাচ্ছে। ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে আরও বৃহৎ পরিসরে নিয়ে দেশের অর্থনীতিকে সুদৃঢ় পর্যায়ে উন্নীত করতে হলে এ ধরনের হিসাবকে অধিকতর সচল, আকর্ষণীয় এবং জনপ্রিয় করতে হবে। এরই অংশ হিসেবে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংক ৩ মাস বা তার বেশি কিন্তু ৬ মাসের কম মেয়াদের আমানতের সুদ হার প্রদান করে ৭ দশমিক ৫০ শতাংশ।
×