ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাশা ডেনিমসের শেয়ার লেনদেন কাল

প্রকাশিত: ০৪:১৮, ৪ মার্চ ২০১৫

শাশা ডেনিমসের শেয়ার লেনদেন কাল

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে শাশা ডেনিমসের শেয়ার লেনদেন। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ‘এন’ ক্যাটাগরির আওতায় কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে। কোম্পানির আইডি নং-১২০৫৪। এটি গত ১৭ জানুয়ারি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানি ৫ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৭৫ কোটি টাকা সংগ্রহ করেছে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা প্রিমিয়ামসহ কোম্পানিটির প্রতিটি শেয়ারের বরাদ্দমূল্য হচ্ছে ৩৫ টাকা। ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩.৭৩ টাকা ও শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫২.৯৫ টাকায়। সামিটের বিদ্যুত কেনার চুক্তি অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ারের দুই সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যুত কেনার চুক্তি সম্পন্ন হয়েছে। কোম্পানি দুটি হচ্ছে- সামিট বরিশাল পাওয়ার লিমিটেড এবং সামিট নারায়ণগঞ্জ পাওয়ার ইউনিট টু লিমিটেড। উল্লেখ্য, সামিট পাওয়ারের ৪৯ শতাংশ শেয়ার রয়েছে এই দুই প্রতিষ্ঠানের কাছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, রূপতলী বরিশালে ১১০ মেগাওয়াট এইচএফও ফায়ার পাওয়ার জেনারেশন সুবিধা ও মদনগঞ্জ, নারায়ণগঞ্জে ৫৫ মেগাওয়াট এইচএফও ফায়ার পাওয়ার জেনারেশন সুবিধার জন্য এই চুক্তি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে এই দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হয়েছে।
×