ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্নু সিরামিকের শেয়ার হস্তান্তরের ঘোষণা

প্রকাশিত: ০৬:৪৬, ৩ মার্চ ২০১৫

মুন্নু সিরামিকের শেয়ার হস্তান্তরের ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সিরামিক খাতের কোম্পানি মুন্নু সিরামিকের উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। আফরোজা খান নামের এক পরিচালক ৪ লাখ শেয়ার হস্তান্তর করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আফরোজা খানের কাছে কোম্পানির মোট ২৮ লাখ ৭৩ হাজার ১৩১ শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে ৪ লাখ শেয়ার তার ছেলে রাশেদ মমিনুল ইসলামের কাছে হস্তান্তর করবেন। আফরোজা খান আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমতি সাপেক্ষে এই শেয়ার হস্তান্তর করতে পারবেন। সাউথইস্ট ব্যাংকের সভা আজ অর্থনৈতিক রিপোর্টার ॥ স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-৩০ অনুযায়ী বোর্ড সভা আহ্বান করেছে ব্যাংকিং খাতের সাউথইস্ট ব্যাংক। আজ মঙ্গলবার এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে। এ দিন বিকেল ৪টায় অনুষ্ঠেয় সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আগের বছর সাউথইস্ট ব্যাংক ১৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।
×