ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমল

প্রকাশিত: ০৬:৪৫, ৩ মার্চ ২০১৫

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে সূচকের পতন অব্যাহত রয়েছে। সোমবারে প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জের বেশিরভাগ কোম্পানির দর হারানোর দিনে সার্বিক লেনদেনও কিছুটা কমেছে। ফলে আবারও তিনশ’ কোটি টাকার নিচে নেমে গেল প্রধান বাজারের লেনদেন। গত ডিসেম্বরে আর্থিক বছর শেষ বা ডিসেম্বর ক্লোজিং কোম্পানিগুলোর প্রতি আগ্রহ থাকলেও গত কিছুদিন ধরে মূল্য সংশোধন হওয়া কোম্পানিগুলোর দর বেড়েছে বেশি। বাজার সংশ্লিষ্ট মহলের ধারণা সম্প্রতি নিম্ন আদালতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কারণে বাজারে কিছুটা নেতিবাচক প্রবণতা কিছুটা বেড়েছে। আগামীতে রাজনৈতিক পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে এমন আশঙ্কাতেই অনেকে হাতে থাকা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এর বিপরীতে শেয়ারের ক্রয়াদেশ কমে যাচ্ছে। তাদের অভিমত, বড় বিনিয়োগকারীরাও কিছুটা দেখে-শুনে বিনিয়োগ করছেন, তাই বাজারে তেমন সূচকের বেশি উর্ধগতি দেখা যাচ্ছে না। তবে আগামীতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেই ইতিবাচক প্রবণতা ফিরে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসইতে ২৯৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৩৮ কোটি ৫৯ লাখ টাকা বা ১১ শতাংশ কম লেনদেন। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩৩৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরুর পর ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭১৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৫৪ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেড, ইফাদ অটোস, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা এবং বেক্সিমকো। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইনান্স, বেক্সিমকো, প্রাইম টেক্সটাইল, ইফাদ অটোস, বিডি কম, ন্যাশনাল টি, ডেলটা লাইফ, পপুলার লাইফ, ন্যাশনাল এ্যান্ড ফিড মিলস লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : গ্রীন ডেলটা, জেমিনি সী ফুড, আজিজ পাইপস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, সোনালি আঁশ, অ্যামবে ফার্মা, আরামিট সিমেন্ট, ওয়াটা কেমিক্যাল ও জিকিউ বলপেন। এদিকে দেশের অপর বাজারে সব ধরনের সূচক কমেছে। সেখানেও বেশিরভাগ তালিকাভুক্ত কোম্পানিই দর হারিয়েছে। সোমবার সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪০৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
×