ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় ক্রিকেট লীগ

খুলনা দলের হয়ে খেলছেন আল আমিন

প্রকাশিত: ০৬:১২, ৩ মার্চ ২০১৫

খুলনা দলের হয়ে খেলছেন আল আমিন

প্রথম দিনেই দুই সেঞ্চুরি স্পোর্টস রিপোর্টার ॥ শৃঙ্খলা ভঙ্গের জন্য বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন পেসার আলআমিন হোসেন। গত সপ্তাহেই তিনি দেশে ফিরে এসেছেন। সোমবার থেকে শুরু হওয়া ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগে ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনেই তিনি খুলনার হয়ে ঢাকা মেট্রোর বিরুদ্ধে মাঠে নেমেছেন। তবে খুলনা প্রথম দিন শেষে ওপেনার মেহেদী হাসানের ১৪০ রানের অনবদ্য ইনিংসে ৫ উইকেটে ২৯৯ রান তুলেছে। এদিন শতক হাঁকিয়েছেন ঢাকার রকিবুল হাসানও। তিনি ১১৫ রানে অপরাজিত আছেন। দিনশেষে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে রংপুরের বিরুদ্ধে ৬ উইকেটে ২৯৪ রান তুলেছে ঢাকা। ফতুল্লায় সিলেট মাত্র ৩ উইকেট হারিয়ে ২১৪ রান তুলেছে চট্টগ্রামের বিরুদ্ধে। বিকেএসপির দুই নম্বর মাঠে বরিশালকে ২৩৫ রানে গুটিয়ে দিয়ে রাজশাহী দিনশেষে ১ উইকেটে তুলেছে ৩২ রান। আগে ব্যাট করতে নেমে বরিশাল মাত্র ১৩৩ রানেই ৭ উইকেট হারায় সাকলাইন সজীবের বিধ্বংসী স্পিন আঘাতে। এরপর সোহাগ গাজীর ৬৫ বলে ৪ চার ও ৪ ছক্কায় করা ৫৯ এবং শাহীন হোসেনের ৩০ রানের পরও ২৩৫ রানে থামে বরিশালের ইনিংস। সাকলাইন ৮১ রানে নেন ৫ উইকেট। জবাবে দিনশেষে ১ উইকেটে ৩২ রান তুলে এখনও ২০৩ রানে পিছিয়ে রাজশাহী। বিকেএসপির তিন নম্বর মাঠে মেহেদী ২০৫ বলে ২০ চার ও ২ ছক্কায় ১৪০ রানের দারুণ ইনিংস খেলেন। পরে তুষার ইমরান ৬৯ রানের একটি ইনিংস খেললে খুলনা দিনশেষ করে ৫ উইকেটে ২৯৯ রান তুলে। ফতুল্লায় চট্টগ্রামের বিরুদ্ধে বেশ ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে সিলেটকে। তবে দিনশেষে ৩ উইকেটে ২১৪ রান তুলে ভাল অবস্থায়ই আছে সিলেট। রাজিন সালেহ ১৮৫ বলে ৬ চার ও ২ ছক্কায় ৭২ রানে এবং অধিনায়ক অলক কাপালী ৪৩ রান নিয়ে ব্যাট করছেন। মিরপুরে রংপুরের বিরুদ্ধে দলীয় ২৬ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়েছিল ঢাকা। তবে তৃতীয় উইকেটে রকিবুল ও জনি তালুকদার ১৩৭ রানের জুটি গড়ে পরিস্থিতির উন্নতি ঘটান। জনি ১৪৯ বলে ১৩ চারে ৯০ রান করে ফিরে যান। তবে রকিবুল ২৫৯ বলে ১২ চার ও ১ ছক্কায় ১১৫ রান নিয়ে এখনও অপরাজিত। ৬ উইকেটে ২৯৪ রান তুলে প্রথম দিন শেষ করেছে ঢাকা।
×