ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অভিজিতের খুনীদের গ্রেফতার দাবি করল হেফাজত

প্রকাশিত: ০৮:০৯, ২ মার্চ ২০১৫

অভিজিতের খুনীদের গ্রেফতার দাবি  করল হেফাজত

স্টাফ রিপোর্টার ॥ প্রগতিশীল লেখক ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেফতারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজত। তবে জামায়াত সম্পৃক্ততাসহ নানা কর্মকাণ্ডে বিতর্কিত হয়ে পড়া এ সংগঠনের নেতারা সন্দেহ প্রকাশ করেছেন অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের দায় স্বীকার করা জঙ্গী সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’ বা ‘আনসার বাংলা-সেভেনের অস্তিত্ব নিয়ে। হেফাজত নেতারা বলছেন, ‘যে নামে সংগঠনটির দায় স্বীকারের প্রচারণা চলছে, সে নামে কোন গোষ্ঠীর অস্তিত্ব আছে কিনা সে ব্যাপারেও আমরা যথেষ্ট সন্দিহান।’ রবিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের মহাসচিব জুনাইদ বাবুনগরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামী এক প্রতিবাদ লিপিতে এসব কথা বলেন। অভিজিৎ রায়ের হত্যার পর দেশে-বিদেশে জঙ্গীবাদের উত্থানের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় বইছে। দেশজুড়ে ইসলামের নাম ব্যবহার করে জঙ্গীবাদীদের তালেবানী শাসনের পাঁয়তারার বিরুদ্ধে জোরদার হচ্ছে আন্দোলন। কিন্তু জঙ্গীবাদীদের বিরুদ্ধে কথা বলার বিষয়টি নিয়েও ঘুরিয়ে ফিরিয়ে বিতর্কিত করার চেষ্টা করেছে হেফাজত নেতারা। গত দুদিন ধরে জামায়াত-শিবিরের ফেসবুক পেজ ‘বাঁশের কেল্লা’ থেকেও চলছে এমন বিভ্রান্তিকর প্রচারণা। বিবৃতিতে হেফাজত নেতারা বলেছেন, আনসাল্লাহ বাংলা টিম নামক কথিত ভূইফোঁড় একটি সংগঠন কর্তৃক অভিজিৎ হত্যার দায় স্বীকারের দাবির সত্যতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত না করে অযাচিতভাবে ধর্মান্ধতা, মৌলবাদ ও জঙ্গীবাদের জিগির তুলে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে প্রচারণা চলছে। পাশাপাশি মূল হত্যাকারীদের চিহ্নিত করার আগেই হত্যার দায় ইসলাম ও মুসলমানদের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে বলেও দাবি হেফাজতীদের। তাঁরা আরও বলেছেন, অভিজিতের ওপর গুপ্তহত্যার ঘটনা সাজিয়ে কোনও ক্ষমতাধর শক্তি নিজেদের ফায়দা হাসিল করতে চেয়েছে কিন্তু তাও দেখতে হবে।
×