ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১৪ শতাংশ

প্রকাশিত: ০৫:৪৯, ২ মার্চ ২০১৫

পুঁজিবাজারে লেনদেন  বেড়েছে ১৪ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে সূচকের পতন দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শুরু হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মোট ৬০ ভাগ কোম্পানির দর পতনের দিনে লেনদেন বেড়েছে প্রায় ১৪ শতাংশ। ব্যাংক, সিমেন্টসহ বেশ কিছু কোম্পানির ভাল মুনাফার ঘোষণার দিনে লেনদেন বাড়লেও দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল স্বল্প মূলধনী কোম্পানিগুলো। যার কারণে সূচকের উত্থান-পতনে কোম্পানিগুলোর তেমন কোন ভূমিকা ছিল না। এর বিপরীতে ভাল ও শক্ত মূলধনী কোম্পানিগুলোর দর কমেছে বেশি। একইভাবে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরুর কিছুক্ষণ পরই বেশিরভাগ কোম্পানি দর হারাতে থাকে। তবে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রেতে ছিল লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলো। বড় মূলধনী কোম্পানিগুলোর দর হারানোর কারণে সূচকের পতন ঘটতে থাকে। এর বাইরে জাঙ্ক বা স্বল্প মূলধনী কোম্পানিগুলোর দর অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। ডিএসইর তথ্য অনুযায়ী, রবিবার ডিএসইতে ৩৩৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৪০ কোটি ৫৪ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ২৯৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর। সারাদিনের উত্থান-পতন শেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৩৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১২২ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৫৮ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- হাইডেলবার্গ সিমেন্ট বিডি, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ, সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, এমজেএল বাংলাদেশ লিমিটেড, এসিআই লিমিটেড এবং আইডিএলসি ফিন্যান্স লিমিটেড। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : এসআইবিএল, আলহাজ টেক্সটাইল, শাহজিবাজার পাওয়ার, মিথুন নিটিং, দেশ গার্মেন্টস, পূবালী ব্যাংক, রেকিট বেনকিজার, হা-ওয়েল, জেমিনী সী ফুড ও এপেক্স ট্যানারি। দর হারানোর কোম্পানিগুলো হলো : মডার্ন ডাইং, ম্যাকসন্স স্পিনিং, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সায়হাম কটন, গোল্ডেন হার্ভেস্ট, গ্লোবাল ইন্স্যুরেন্স, লাফার্জ সুরমা সিমেন্ট, হাক্কানী পাল্প, বিডি থাই ও বিডি কম। রবিবার সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৯৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : সাউথ ইস্ট ব্যাংক, ফার কেমিক্যাল, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, জিএসপি ফাইন্যান্স, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, হিডেলবার্গ সিমেন্ট, সিঙ্গার বিডি ও মবিল যমুনা বিডি।‍
×