ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ড্রোন আটকাতে...

প্রকাশিত: ০৫:৪৭, ২ মার্চ ২০১৫

ড্রোন আটকাতে...

সম্প্রতি প্যারিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরপর দু’রাত ড্রোনের ওড়ার ঘটনায় চিন্তিত হয়ে পড়েছে ফরাসি কর্তৃপক্ষ। কারা এমন কাজ করে থাকতে পারে- সন্দেহভাজন হিসেবে পরিবেশকর্মী, সন্ত্রাসী, দুষ্টু ছেলের দল বা সাংবাদিক কেউ বাদ যাচ্ছে না। কেউ এখন পর্যন্ত এর দায় স্বীকার করেনি। ভবিষ্যতে এমন উটকো ঝামেলা এড়াতে কি করা যেতে পারে সে ব্যাপারে বিবিসি পরামর্শ দিয়েছে গুলি করা, লেজার ব্যবহার করা, জ্যাম করে দেয়া, জাল ব্যবহার, নো ফ্লাই জোন পদ্ধতি ব্যবহার করা। -বিবিসি
×