ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বেচ্ছামৃত্যুর আবেদন চিলির কিশোরীর

প্রকাশিত: ০৫:৪৭, ২ মার্চ ২০১৫

স্বেচ্ছামৃত্যুর আবেদন  চিলির  কিশোরীর

প্রেসিডেন্টের কাছে স্বেচ্ছা মরণের অনুমতি চেয়ে আবেদন জানিয়ে চিলির ১৪ বছর বয়সী এক কিশোরী একটি ভিডিও পোস্ট করেছে। ভ্যালেন্টিনা মরেইরা নামের ওই কিশোরী সিসটিক ফিব্রোসিস নামে দুরারোগ্য জিনগত রোগে আক্রান্ত। ভ্যালেন্টিনা ওই ভিডিওতে বলেছে, আমি জরুরী ভিত্তিতে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চাই, কারণ এই রোগ নিয়ে বেঁচে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি আমি। সামাজিক যোগাযোগের মাধ্যমে হাজার হাজার মানুষ তার এই ভিডিও দেখেছে এবং চিলির প্রেসিডেন্ট মিচেল বেচেলেটেরও নজরে এসেছে এটি। তিনি দেরি না করে হাসপাতালে ভ্যালেন্টিনার সঙ্গে দেখা করেছেন। তার মুখপাত্র বলেছেন, ভ্যালেন্টিনাকে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেয়া হবে না। তবে যতদিন সে বেঁচে থাকবে, ততদিন তার মানসিক চিকিৎসার খরচ দেবে সরকার। চিলিতে স্বেচ্ছামৃত্যু আইনত নিষিদ্ধ। তবে ভ্যালেন্টিনার স্বেচ্ছামৃত্যুর এই আবেদন আইনটি নিয়ে বিতর্ক আবার উস্কে দিয়েছে। -বিবিসি।
×