ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাপানকে দঃ কোরিয়া বিশ্বযুদ্ধে যৌনতার শিকার নারীদের কাছে ক্ষমা চান

প্রকাশিত: ০৫:৪৭, ২ মার্চ ২০১৫

জাপানকে দঃ কোরিয়া বিশ্বযুদ্ধে যৌনতার শিকার নারীদের কাছে ক্ষমা চান

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই দ্বিতীয় বিশ্ব যুদ্ধকালে যেসব নারী যৌনতার শিকার হয়েছেন তাদের কাছে ক্ষমা চাইতে জাপানী নেতৃবৃন্দের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন। দক্ষিণ কোরিয়া ১৯১০ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জাপানী ঔপনিবেশ ছিল। ১৯১৯ সালে জাপানবিরোধী বিক্ষোভের বার্ষিকী উপলক্ষে দেয়া বক্তৃতায় রবিবার হাই এ আহ্বান জানান। খবর এএফপির। জাপানী নেতৃবৃন্দের প্রতি ক্ষমা চাওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করে পার্ক জিউন হাই বলেন, বেঁচে থাকা এসব নারীর সংখ্যা দ্রুত কমে আসার প্রেক্ষাপটে যে কোন মূল্যে বিষয়টির সুরাহা করা উচিত। এখন মাত্র ৫৩ জন বেঁচে আছেন। গড়ে তাদের বয়স ৯০ এর কাছাকাছি। তাদের সম্মান পুনরুদ্ধারের সময় দ্রুতই ফুরিয়ে আসছে।
×