ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সপ্তাহজুড়ে সোহেল রানার চলচ্চিত্র

প্রকাশিত: ০৪:২৯, ২ মার্চ ২০১৫

সপ্তাহজুড়ে সোহেল রানার চলচ্চিত্র

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ ওরফে সোহেল। চলচ্চিত্র জগতে যার পরিচয় সোহেল রানা নামে। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এরপর ১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানা নামে একটি গল্প অবলম্বনে ‘মাসুদ রানা’ চলচ্চিত্রের নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। ১৯৪৭ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণকারী সোহেল রানা চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এর মধ্যে ১৯৯৬ সালে দিলীপ বিশ্বাস পরিচালিত ‘অজান্তে’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা এবং ২০০৩ সালে মহাম্মদ হান্নান পরিচালিত ‘সাহসী মানুষ চাই’ চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে এ সম্মান অর্জন করেন। প্রখ্যাত এই চলচ্চিত্র ব্যক্তিত্বের অভিনীত চলচ্চিত্র নিয়ে মার্চ মাসের প্রথম সপ্তাহজুড়ে এটিএন বাংলায় প্রচার হবে সোহেল রানা চলচ্চিত্র সপ্তাহ। চলচ্চিত্রগুলো রবি থেকে বুধবার সকাল ১০-৪০ মিনিট এবং বৃহস্পতি থেকে শনিবার দুপুর ৩-১০ মিনিটে প্রচার হবে। এরই ধারাবাহিকতায় সপ্তাহের প্রথম দিন গতকাল রবিবার প্রচার হয়েছে শহিদুল ইসলাম খোকন পরিচালিত ‘কমান্ডার’ চলচ্চিত্রটি। এতে অভিনয় করেছেন সোহেল রানা, সুবর্ণা মুস্তাফা, ইলিয়াস কাঞ্চন প্রমুখ। আজ ২ মার্চ প্রচার হবে নূর হোসেন বলাই পরিচালিত চলচ্চিত্র ‘দাগী’। এতে অভিনয় করেছেন সোহেল রানা, অঞ্জু ঘোষ, রাজিব প্রমুখ। আগামীকাল ৩ মার্চ প্রচার হবে মঈন বিশ্বাস পরিচালিত চলচ্চিত্র ‘ভুল সবই ভুল’। এতে অভিনয় করেছেন সোহেল রানা, ববিতা, পূণির্মা, আমিন খান প্রমুখ। ৪ মার্চ প্রচার হবে ইফতেখার জাহানের ‘শক্তির লড়াই’। এতে অভিনয় করেছেন সোহেল রানা, নতুন, মোস্তফা, ড্যানিসিডাক প্রমুখ। ৫ মার্চ প্রচার হবে কমল সরকার পরিচালিত ‘ক্ষ্যাপা বাসু’। এতে অভিনয় করেছেন সোহেল রানা, রিয়াজ, পপি, চম্পা প্রমুখ। ৬ মার্চ প্রচার হবে মুহম্মদ হাননান পরিচালিত ‘সাহসী মানুষ চাই’। এতে অভিনয় করেছেন সোহেল রানা, শাকিব, কেয়া, সাদেক প্রমুখ। এছাড়া সপ্তাহের শেষ দিনে অর্থাৎ ৭ মার্চ প্রচার হবে গাজী মাজহারুল আনোয়ারের ‘পরাধীন’ চলচ্চিত্রটি। এতে অভিনয় করেছেন সোহেল রানা, শাবানা, জসিম, মৌসুমী প্রমুখ।
×