ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘দেবদাস’ চলচ্চিত্রে ঐশ্বর্য বীরজান-আরশান

প্রকাশিত: ০৪:২৭, ২ মার্চ ২০১৫

‘দেবদাস’ চলচ্চিত্রে ঐশ্বর্য বীরজান-আরশান

স্টাফ রিপোর্টার ॥ অমর কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত সাহিত্যকর্ম ‘দেবদাস’। এই উপন্যাস অবলম্বনে যুগে যুগে অনেক নাটক, টেলিফিল্ম নির্মাণ হয়েছে। তবে এই সাহিত্যটি নিয়ে সবচেয়ে বেশি নির্মিত হয় চলচ্চিত্র। এই উপমহাদেশে বিশেষ করে ভারত তো বটেই বাংলাদেশেও এই সাহিত্যকর্মটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা কম হয়নি। অসংখ্য নাটক টেলিফিল্ম ও একাধিকবার চলচ্চিত্র নির্মিত হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার ‘দেবদাস’ উপন্যাসের ছায়া অবলম্বনে শম্ভু মিত্র ও আরিফুর জামান আরিফের চিত্রনাট্যে অমলিন দেবদাস (দি লিজেন্ড দেবদাস) শিরোনামে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হচ্ছে। চলচ্চিত্রটি নির্মাণ করছেন তরুণ চলচ্চিত্র পরিচালক আরিফুর জামান আরিফ। লেজার ভিশন নিবেদিত চলচ্চিত্রটি প্রযোজনা করছেন শম্ভুমিত্র। পরিচালক চলচ্চিত্রটির দেবদাস ও পাবর্তী এই মূল দুটি চরিত্রে অভিনয় করছেন ঐশ্বর্য বীরজান ও নবাগতা আরশান। চলচ্চিত্র প্রসঙ্গে পরিচালক বলেন, দীর্ঘদিন ভাবনার পরে আমি আমার মতো করে এই বিখ্যাত দুই চরিত্রে দু’জনকে কাস্ট করেছি। তিনি বলেন, আরশান চলচ্চিত্রে নতুন হলেও সে অভিনয়ে অনেক ভাল করবে বলে আমার বিশ্বাস। কারণ সে বিচক্ষণ ও সহযোগীপরায়ন। আর তার মুখায়বও ঠিক যেন শরতের পার্বতী। তবে চন্দ্রমুখী চরিত্রট নিয়ে ভাবছি। জীবনে যতবার দেবদাস পড়েছি, হাজারো বার নিজেকে দেবদাস হতে ইচ্ছে হয়েছে। এই চলচ্চিত্রটি নির্মাণের স্বপ্ন তখন থেকে লালন করে আসছি। পরিচালক জানান, গত ২৩ ফেব্রুয়ারি চলচ্চিত্রটির শূটিং শুরু হয়েছে। রাজধানীর বৌদ্ধ মন্দির, রূপগঞ্জ জমিদার বাড়ি, মানিকগঞ্জ জমিদার বাড়ি, কুমিল্লা লালমাই পাহাড় ও বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শূটিং হবে। পরিচালক এই চলচ্চিত্রটি নিয়েও আশাবাদী।
×