ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাউফলে জামায়াত শিবিরের নতুন কৌশল

নামে ওয়াজ মাহফিল, মূলত সরকারবিরোধী প্রচার

প্রকাশিত: ০৪:১৭, ২ মার্চ ২০১৫

নামে ওয়াজ মাহফিল, মূলত সরকারবিরোধী প্রচার

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১ মার্চ ॥ বাউফলে ওয়াজ মাহফিলের নামে সরকারবিরোধী প্রচার চালাচ্ছে জামায়াত-শিবির। তারা সাধারণ মানুষের মধ্যে সরকারবিরোধী সেন্টিমেন্ট তৈরি করতে উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে এ ওয়াজ মাহফিলের নামে এ প্রচার চালাচ্ছে। তারা ধর্মীয় বয়ান দিয়ে গ্রামের সাধারণ মানুষের মগজ ধোলাই করছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বর্তমান সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে জামায়াত-শিবির গ্রামগঞ্জে ওয়াজ মাহফিলের কৌশল বেছে নিয়েছে। ওয়াজ মাহফিলে জামায়াত-শিবিরের সাবেক ও বর্তমান নেতারা বয়ান করছে। পোস্টার ও মাইক প্রচারের সময় তাদের নামের পিছনে পদবি পরিবর্তন করে বিশিষ্ট পীর, দ্বীন আলেম শব্দ ব্যবহার করা হচ্ছে। প্রশাসনের চোখ ফাঁকি দেয়ার জন্য প্রচারে এ শব্দগুলো ব্যবহার করা হচ্ছে। অভিযোগ রয়েছে, বাউফলের নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা গ্রামে হোসেন আলী মৃধার বাড়ির সামনে এ ধরনের একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। শিবিরের কেন্দ্রীয় নেতা আতিকুর রহমান নজরুল এ ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন। এ গ্রামটি অধিকাংশ মানুষই স্বশিক্ষিত। তেঁতুলিয়া নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। সূত্রটি আরও জানায়, দুর্গম ও কম শিক্ষিত গ্রামেই তারা এ মাহফিলের আয়োজন করছেন। যাতে খুব সহজেই সাধারণ মানুষের মনে সরকারবিরোধী মনোভাব সৃষ্টি করা যায়। জামায়াত-শিবির প্রকাশ্যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে না পেরে ওয়াজ মাহফিলের নামে কৌশলে তারা সরকারবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে ছয়হিস্যা গ্রামের আবদুল বারেক গাজী নামের এক ব্যক্তি রবিবার সকালে বাউফল উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। ইউএনও সাদিকুর রহমান অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, ব্যবস্থা নেয়ার জন্য বাউফল থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।
×